আমাদের কথা খুঁজে নিন

   

হাজার হাজার মানুষের বিক্ষোভ : বাঁশখালীতে সাঈদীপুত্রকে তফসির করতে বাধা



প্রখ্যাত মুফাচ্ছিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে আল্লামা রফিক বিন সাঈদীকে তফসির করতে বাধা দেয়া হয়েছে। গত শনিবার রাতে বাঁশখালীর চেচুরিয়ায় নাজমুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় বিশাল তফসিরুল কোরআন মাহফিলের। স্থানীয় সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত ওই তফসির মাহফিলের প্রধান বক্তা ছিলেন সাঈদীপুত্র আল্লামা রফিক বিন সাঈদী। বাঁশখালীতে সাঈদীপুত্র রফিক বিন সাঈদীর আগমনকে ঘিরে স্থানীয় তাওহিদি জনতার মধ্যে আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়। রফিক বিন সাঈদীর তফসির শুনতে বাঁশখালীসহ পার্শ্ববর্তী থানাগুলো থেকেও অর্ধলক্ষাধিক তাওহিদি জনতা এসে জমায়েত হন মাহফিল স্থলে। রাত সাড়ে ৯টায় রফিক বিন সাঈদী মাহফিলস্থলে আসার জন্য চট্টগ্রাম থেকে রওনা হলে তাকে আসতে বাধা প্রদান করে স্থানীয় প্রশাসন। এ খবর বাঁশখালীতে পৌঁছামাত্র হাজার হাজার তাওহিদি জনতা বিক্ষোভে ফেটে পড়েন এবং সরকারের বিরুদ্ধে নানা স্লোগানসহ বিক্ষোভ মিছিল করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.