আমাদের কথা খুঁজে নিন

   

হাজার হাজার জি পিএ ফাইভ (৫) -- একটু পর্যালোচনা। ( সাথে সকল কৃতকার্য পরীক্ষার্থীদের শুভেচ্ছা।)

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

হাজার হাজার ছাত্র ছাত্রী জি পি এ ৫ পেয়েছে সদ্য খোলশ মুক্ত এইচ এস সি পরীক্ষার ফলাফলে। এই ধারাবাহিকতাটা বেড়েই চলেছে। শুরু হয়েছে জিপিএ অধ্যায় এ পরীক্ষা পদ্ধতি চালুর ২য় বর্ষ থেকে। প্রথম বর্ষে একটু কঠিন ছিল মনে হয় জিপিএ ৫ পাওয়া , অত তো জানিনা কারন, মনে হয় ঐ ফোর্থ সাবজেক্ট যুক্ত করে ৫ পাওয়ার বিষয়টি ছিলনা তখন। খুবই আশাব্যঞ্জক বিষয় , দেশের ছেলেমেয়েদের মেধা বাড়ছে ( ফল তো তাই ই নির্দেশ করে) , যেমন বাড়ছে পাশের হারের আধিক্যর মাধ্যমে দেশের শিক্ষার হার।

কিন্তু তার প্রভাবটা কি? তার সুফলটা কি? জাতি তা কি করে বুঝবে বুঝতে পারছিনা। ঐ বিষয়ে রম্য করার পূর্বে আরেকটি সহজাত প্রশ্ন আমার বলতেই হয়-- এ ই যে জিপিএ সিস্টেমে চলে গেলো পরীক্ষা পদ্ধতি , আসলেই এর বাস্তব সুফল আমরা কি পেয়েছি? খুব জানার শখ। ( গতকালই আবার শুনলাম , উপদেষ্টা মহাদয় বলছেন, নেক্সট থেকে নাকি আবার জিপিএ নম্বর এর পাশে টোটাল প্রাপ্ত নম্বরও উল্লেখ করে দেয়া হবে। তখন আবার বাঁধবে ক্যাচাল, সকল ৫ ই সমান নয়...এই বিষয়টি নিয়ে আবার কি ব্যবসা ফাঁদে শিক্ষা ব্যবসায়িরা কে জানে?) আসুন একটু পর্যালোচনা করি । ১।

অধিক জি পিএ ৫ মানে দেশে অধিক মেধা , দেশের মেধার উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন। তাহলে কি পূর্বের মান ( মেধা বা শিক্ষার) কম ছিল? তা না হলে সেই আমাদের কালে ইংরেজী আর বাংলায় ৮০ পাওয়া টা কিন্তু অস্বাভাবিক এবং ব্যতিক্রম বিষয়ই ছিল। যারা পেত তারা সত্যিই ব্যতিক্রম মেধার বা পরিশ্রমের ভাগিদার। এখন যেহেতু ভুরি ভুরি, মানে কি মেধা বেড়েছে ..যেটা বাস্তব সম্মত নয় ঐ হারে , তাহলে মেধার যাচাই পদ্ধতি ডাউন হয়েছে। একটা তো হবেই, নাকি? ২।

ইদানিং পেপার খুললেই জি পি এ ফাইভ ধারীদের সংবর্ধনার অনুষ্ঠান এর খবর দেখি। তাদের নিয়ে নানান মহড়া। নানা ব্যবসা। গান বাজনা। চলতেই থােক বছর জুড়ে ।

বেশী জি পি এ ফাইভ , বেশী অনুষ্ঠান। সাথে অনুষ্ঠানে দুদক চেয়ারম্যানের দূর্ণীতি বিরতির শপথ পাঠ করানো....যা সুদূর ভবিষ্যতে জাতিকে ফল দেবে ...কিন্তু ঐ সূদূর পথের পরে এই শিক্ষার্থীরা কি দূর্ণিতীর জাল থেকে ছাড়াতে পারবে জি পি এর কাঁটা? ৩। বেশী জি পি এ ফাইভ পেলে বেশী বেশী হোম টিউটর, বা কোচিং সেন্টারের দাম বাড়ছে...কদর হচ্ছে, ফলে টিচারদের বাড়তি ইনকাম বাড়ছে অঢেল। এইটা কিন্তু মহা সুফল । ৪।

অবাক হলাম যেদিন শুনলাম বয়স কম বলে নাকি এক এস এস সি পাশ , জি পি এ ফাইভ ( গোল্ডেন , বুঝিনা আবার গোল্ডেন আর সিলভার , ব্রঞ্জ কেনো? ) পাওয়া ছাত্রকে সুনামধন্য কলেজে ভর্তি নেয়া হয়নি। অধিক গোল্ডেনের কারনে বয়সের ক্রাইটেরিয়াতে ফেলে বাদ দেয়া হচ্ছে। আমার তো মনে কম বয়সে পাশ করাটাই বরং উল্টো ক্রেডিট। ভার্সিটিতে সেরম না করা হলেও সিট সল্পতার কারনে সদ্য ৫ পাওয়া অনেকেই যখন সাধ্য আর সাধের বিষয়ে , সাধের ভার্সিটিতে ভর্তি হতে পারবেনা তখন তাদের মনে যে কি পরিমাণ ছাই উড়বে ...ঐ পর্যায় টা পার করে আসা কে না বোঝে তা? ৫। শিক্ষার্থীদের গিনিপিক হয়ে গবেষণার উপাত্ত হবার দুর্ভাগ্য এই জাতির আর কোন কালেই শেষ হলোনা, আল্লাহই ভাল জানেন কবে শিক্ষার্থীরা গিনিপিক থেকে পরিপূর্ণ কোন জীব এ রূপ নেবে? ৬।

টেলিটক দেখলাম পত্রিকার পাতায় বড় করে অ্যাড দিয়েছে আরজ যারা ৫ পেয়েছে সকল কে ফ্রি সিম দেয়া হবে , স্পেশাল নম্বরের। গস্খামীনীয় বুদ্ধি তাইলে মাথায় ঢুকছে অবশেষে টেলিটকের...হয়তো ৫ এর আধিক্য হেতু অনেক সিম গছানোর চিন্তা। ভালোই। ৭। যেহেতু দেশ অতীতে মেধাবিদের তেমন সুযোগ দিতে পারেনি দেশে, মানে বোর্ড ফার্ষ্ট, ভার্সিটি পাশদের মেধার তেমন মূল্যায়ন দিতে পারেনি গরীবিয়ানার কারনে, মানে দেশের সরকারী কোন চাকুরীতে তাদের মেধা অনুযায়ীতো দূরের কথা ছিটে ফেঁটা অনুযায়ীও বেতন ভাতার সুযোগসুবিধার ব্যবস্থা দিতে পারেনি, পারেনা আজও, ফলে সেই তারা বেশীর ভাগই একসময় বাধ্য হয়ে স্ব মেধা দেশের বাইরে কাজে লাগিয়ে মেধার মূল্যায়ন ঘটিয়েছে।

এখন অধিক জি পিএ ফাইভের কারনে সম্ভবত সেই হারে প্রায় সকলই বিদেশে পারি দিতে পারবেনা। কত আর যাবে। কোন না কোন ৫ ওয়ালাদের তো থাকতেই হবে। .... নিশ্চিত আমাদের শিাব্যবস্থা নিয়ে যে পরিমাণ মুহূ মুহূ গবেষণা চলে-- ১০০% পাশের হার আর ৫০% জি পি এ ৫ হার বেশী দূরে না। ভবিষ্যত বাংলাদেশ তাই ভরে যাবে মেধা আর মননে।

ওহ! সকল কৃতকার্য শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে অঢেল শুভেচ্ছা এবং ভবিষ্যতে আশাহত না হওয়ার জন্য অনুরোধ। জীবন বড়ই কঠিন। ... সাথে আশাকরি ভবিষ্যতে অকৃতকার্যরাও পুনঃ পরীক্ষা দিয়ে ভাল করবে, খুবই ভাল। মন খারপের কিছ্ছু নেই, কখনই নেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.