আমাদের কথা খুঁজে নিন

   

সবচেয়ে পাতলা ল্যাপটপ আনছে ডেল

ছোটবেলা থেকেই ঘুরে বেড়াতে খুব পছন্দ করি। একটু বড় হয়ে এর সাথে যুক্ত হ’লো পড়া ও লেখালেখি, তারপর ফোটগ্রাফি। কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল কর্তৃপক্ষ সম্প্রতি হালকা-পাতলা মডেলের একটি নোটবুক তৈরির পরিকল্পনা করেছে। ডেল কর্তৃপক্ষের ভাষ্য, অ্যালুমিনিয়ামের তৈরি নতুন সংস্করণের এ নোটবুকটি হবে বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ। খবর ওয়াল স্ট্রিট জার্নাল-এর।

নতুন এ ল্যাপটপটির কোডনেম হবে এক্সপিএস ১৪ জেড। এ ডিভাইসটি বর্তমানে বাজারে থাকা ডেলের ১৫ ইঞ্চি মডেলের ল্যাপটপটির মতোই হবে। ডিভাইসটি হবে মাত্র ১ ইঞ্চির চেয়েও কম পুরুত্বের। এটি ৭ ঘন্টা ব্যাটারি ব্যাক-আপ দেবে। এদিকে অ্যাপলের তৈরি ম্যাকবুক প্রো’র সঙ্গে ডেলের নতুন এ ডিভাইসটির মিল থাকবে বলেও খবর রটেছে।

এ খবরের প্রেক্ষিতে ডেল কর্তৃপক্ষ বলেছে, ‘অ্যাপলের মতো হওয়ার কোনো ইচ্ছাই আমাদের নেই। অ্যাপলের ‘আল্ট্রাবুক’ ডিভাইসটির মতো ডিভাইস বানাতে আমরা চাই না। আমাদের ডিভাইসটি হবে আরো আরো বেশি ফিচারযুক্ত এবং বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ। ’ ডেলের তৈরি এ ডিভাইসটির দাম কতো হবে এখনো সে পরিকল্পনা প্রকাশ না পেলেও জানা গেছে, প্রায় হাজার ডলারের কাছাকাছি হতে পারে অ্যালুমিনিয়ামের তৈরি সবচেয়ে পাতলা ল্যাপটপটির। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.