আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুত্বের বন্ধত্ব

C:\Documents and Settings\Anis\Desktop যখন কলেজে পড়ি তখন আড্ডা দেয়াটা শিখলাম। সে বিপুল পরিমানের আড্ডা। ভিন্ন মতের ভিন্ন দলের ভিন্ন পরিবেশের ভিন্ন ধর্মের দেয়ালে দাঁড়িয়ে নিজ নিজ মতের উপর ভিত্তি করে মাথা দিয়ে ঠেলে গায়ের জোরে যুক্তিকে কচু দেখিয়ে যেভাবে হোক জিতে বা হেরে, প্রতিপক্ষের উপর ভয়ানক রেগে বা অভিমানে গজগজ করতে করতে বাড়ী চলে গিয়ে আবার বেহায়ার মত পরের দিন ফিরে এসে সেই পুরান আড্ডা। বন্ধু হয়ত সবাই ছিল না। তবে আড্ডা সঙ্গী।

একসাথে চলছি, কেউ আওয়ামীলীগ কেউবা বিএনপি করছি। কেউ না দেখা ইশ্বরে বিশ্বাস করায় অন্যরা হাসছি, আবার কেউ একাধিক বা অদ্ভুত রুপী ইশ্বর দেখে বিশ্বয়বোধক চিহ্ন হচ্ছি। কিন্তু সবকিছুর পরে আড্ডা সঙ্গীর রেগে যাওয়াটা মাত্রা ছাড়াতে দিচ্ছি না। বা মাত্রা ছাড়িয়ে গেলেও দ্রুত বাহির হয়ে আসছি অন্যদের সহযোগীতায়। ব্লগ সম্পর্কে আমার ধারনা প্লে স্টুডেন্টদের মত।

এ সম্পর্কে আমার তেমন জ্ঞান নাই। জনৈক ছোট ভাইয়ের আমন্ত্রনে ব্লগে ঢোকা। লিখি না আসলে লেখার যোগ্যতা নাই, মাথায় চিন্তা থাকলেও প্রকাশ অসম্ভবের চাইতেও কঠিন। পড়ি যেটাতে মজা পাই। মাঝে মাঝে খুব সাহস করে মন্তব্য করি।

ব্লগ আমার কাছে সেই আড্ডার মত। একসাথে ব্লগ বন্ধুরা আড্ডা মারছি। মজা করছি। একজন একজনকে একটু খোচাচ্ছি। হাসছি রাগ করছি।

তবে খোচাগুলো মাঝে মাঝে একটু মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন হয়ত রাগটাও মাত্রা ছাড়িয়ে যায়। একসময় তা আবার অশ্রাব্য গালিতে পরিণত হয়। কি মজার ব্যাপার না বলেন। কতকগুলো শিক্ষিত ভদ্র লোক একহয়ে একজন একজনকে ন্যাংটা করে। হা হা হা....।

এদের লেখায় বা কথায় মনে হয় যেন পৃথিবীর সর্ব শেষ জ্ঞানের আধার। সে যা জানে তাই ঠিক। অন্যের তা মনে না হলে, মার ল্যাং। ভাল মজার। হাতের কাছে না পেয়ে তখন চলে গালি।

আমি অবশ্য ভাই এর মধ্যে নাই, ব্লগারার আমার সবাই ভাই (বোন)। আমি বসে বসে নাস্তিকদের বুদ্ধি খোলার জন্য দোয়া করি আর আস্তিকদের ধৈর্য্য বৃদ্ধির জন্য দোয়া করি। আসিফ মহিউদ্দীন বেশ ভাল মানের বুদ্ধিমান ধৈর্য্যশীল খোচানেওয়ালা ব্লগার। সম্প্রতি তিনি সরকারের রোষানলে পড়ে সরকারের মেহমানদারীতে ছিলেন। ব্যাপারটাকে রাজনৈতিকভাবে যদি দেখি তাহলে আমি নাই, যেহেতু আমি একজন ছাগু।

মতাদর্শের দিক থেকে যদি দেখি আমি তার মতবিরোধী মানুষ। ব্যক্তিগতভাবে নেয়ার কোন কারনই নাই, কারন তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক বা দুঃসম্পর্ক নাই। তিনি বেঁচে থাকলেন নাকি মরে গেলেন এতে আমার তেমন কোন লাভ নাই। কিন্ত আমি এটা বুঝলাম না স্টিকি হওয়া পোস্টটার কিছু মন্তব্যকারীদের দেখলাম বেশ আহ্বলাদিত। বেশ খুশী মনে তারা রাগ ঝাড়ছেন।

একজন ব্লগার আমার ভিন্ন মতের হতে পারে, কিন্তু তিনিতো আমার বন্ধু। আমার তর্ক সঙ্গী। আমার অবসরের বিনোদন। তিনি আছেন বলে আমি আমার কথা উপস্থাপনের সুযোগ পাই। সবচেয়ে বড় ব্যাপার, এই মুহুর্তে তিনি বিপদগ্রস্থ।

তার হাত ধরে উঠিয়ে দাঁড় করানোটা আমাদেরই কাজ। হোক তার অবস্থান আমার ভিন্ন পাশে। কিন্তু তিনি যখন অসহায়, আমি মনে করি তার পাশে দাঁড়ানো্টা আমার মনুষ্যত্ব্। আমার বোঝার ভুল থাকতে পারে তবে আপনাদের বন্ধুত্বের বন্ধত্ব দেখে খুব খারাপ লাগে। মানুষকে আপনারা মানুষ হিসাবেতো আগে দেখবেন, পরে তার বিশ্বাস।

আমার লেখা কাউকে আঘাত করার উদ্দেশ্যে নয়, ভুল হলে মার্জনা করবেন। আসিফ ভাই এগিয়ে যান, সত্যের শত্রু অনেক, কিন্তু জয় সুনিশ্চিত। ভাল থাকবেন সবাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।