আমাদের কথা খুঁজে নিন

   

পিছুটান বন্ধুত্বের

স্বপ্নগুলো সত্যির প্রত্যয়ে পথচলা ............

আমি ভুলতে শুরু করেছি আমার অতীত স্মৃতি একটু একটু করে, কবে যে ভুলে গেছি টের পাইনি। আমার পুরনো বন্ধুত্বের কথা মনে পড়ে তাদের কথা, তবে ভুলে গেছি তাদের মুখের রেখা। ভুলতে শুরু করেছি অনেক কিছু মনটা মাঝে মাঝে টানেপিছু। তবে কিছুই যে নেই মনে হারিয়ে ফেলছি নিজ অজান্তে। মাঝে মাঝে অস্প্ষ্টতা আমায় ডাকে, সাড়া দিলে হারিয়ে যায় দূরবাকে। একটু একটু করে ভুলতে শুরু করেছি স্মৃতিগুলোকে নিজ অজান্তে, তাইতো মনে হয় কারা জানি হাতছানি দিয়ে বার বার আমায় ডাকে, সাড়া দিলে সব নির্বাক হয়ে যায়। এ যেন এক অস্প্ষ্টতা ভর করেছে আমার মনে.......। আমি আমার সকল পুরানো বন্ধু আতিকা,রাশেদ,সুপ্তি,তারেক,নাঈম,ফয়সাল,আকাশ,ঋতু, মিতু, মিসু,রানী,অদিত....... তাদের কে উৎর্সগ করছি আমার এই কবিতা.......... বন্ধু আমি তোমাদের হারিয়ে ফেলেছি এই শহরে। আমাকে তোমরা মনে রেখ ও.. ভুল না মোরে................!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।