আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুত্বের জোকস

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

গত শতাব্দীতে যে জোকটি সেরা জোকস হিসেবে বিবেচিত হয়েছিল সেটি ছিল দুজন বন্ধুকে নিয়ে। জনপ্রিয় সায়েন্স ফিকশন লেখক আর্থার সি কার্কের এ জোকটিতে দুই বন্ধু মরুভূমিতে তাবু টানিয়ে ঘুমিয়ে থাকে। মাঝরাতে ঘুম ভাঙলে এক বন্ধু দেখতে পারে মাথার ওপর আকাশ দেখা যাচ্ছে। তখন সে অপর বন্ধুটিকে ডাক দিয়ে তুলে জিজ্ঞাসা করলো আচ্ছা, বল তো আমাদের মাথার ওপর আকাশ দেখা যাচ্ছে। এর মাধ্যমে আমরা কি ধারণায় আসতে পারি।

দ্বিতীয় বন্ধুটি তখন বললো, দূরের আকাশে গ্রহ-নক্ষত্র দেখা যাচ্ছে। হয়তো সেখানে বুদ্ধিমান প্রাণীর বাস থাকতে পারে। তখন প্রথম বন্ধু বললো, ঠিক হয়নি। আসলে আমরা ধারণায় আসতে পারি যে, আমাদের তাবুটি চুরি হয়ে গেছে। তা না হলে তাবুর ভেতরে থেকে আমাদের পক্ষে এভাবে খোলা আকাশ দেখা সম্ভব হতো না।

বিখ্যাত লেখক মার্ক টোয়েনকে একবার তার বন্ধুরা স্বর্গ-নরক নিয়ে জিজ্ঞাসা করেছিল। মার্ক টোয়েন এ নিয়ে খুব একটা উচ্চবাচ্য করতে চাইলেন না। তিনি শুধু বললেন, স্বর্গ-নরক নিয়ে কিছু না বলাই উত্তম। কারণ এ দুই জায়গাতেই আমার অনেক বন্ধু থাকে। বন্ধু ও বন্ধুত্ব নিয়ে এ রকম আরো অনেক জোকস রয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।