আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুত্বের ভালবাসা (১)

হরবর করে কথা বলি, মনে যা আসে, পরে ভাবি কেন বললাম . . .

জ্যামে পড়ে ক্লাসে ঢুকতে আজ দেরিই হয়ে গেল ... ভারচুয়ালি সো-এন-সো স্যারের ভ্রু-উচানো চাহুনি আর টিটকারি হাসিতে পিত্তি জ্বলে উঠছে .... সবে শুরু ... নীলা ভাবছে আজ কপালে আরো কি খারাবি আছে মাবুদই জানে! .... চায়ের আড্ডায় সবগুলো আজ মুচকিহাসি দিয়ে তাকাচ্ছে ... চোখেমুখে শয়তানি!!! - ঐ বদেরা কি হইছে রে..? কাহিনী কি?? - কি আর হবে? যা হবারতো হয়েই গেছে ..... তা অন্যজন কই? নীলাভ ছাড়া নীলা .... বড়ই আকেলা!!! নাকি খাওয়ানের ভয়ে ভাগছে?? নীলা মেজাজ দেখিয়ে জিগ্ঞাস করল - "কি? হচ্ছে কি এইসব??" লাবনী ঝাড়ি দিয়ে বলল - "ঢং করবিনা আর ... নীলাভ আমাকে বলছে, তোর আর ওর কথা। এতো লুকাচুপির কি আছে...? ওর ব্যাগ হাতে নিয়ে ঘুরছিস আবার অবাক হবার ভান করিস?? ভালোই তো" আকাশ থেকে পড়ার মতো অবাক হয়ে বেকুবি হাসি দিয়ে নীলার অস্ফুট উচ্চারন .... নীলাভ নিজে বলছে!!!!??? মানে কি এসবের....!! এমন কিছু হবে কখনো ভাবেনি, ওর সাথে বেশি মিশে তা ঠিক, তবে এসব চিন্তা আসেইনি .... তবে কি ও এমন ভাবতো? ওর কাজেকর্মেও বুঝা যায়নি ..... নাকি নীলাই বুঝেনি। নতুন রিলিজ হওয়া গান কিবা দারুন কবিতার সুন্দর কিছু লাইন এসএমএস করা ... , অথবা কোন make-up ক্লাস সন্ধ্যায় পড়লে বাসে সাথে আসা (সেটাতো অন্যরাও করে), কিংবা ফাজিলটা প্রথম চিল্লায় গেলো যখন ৩/৪ দিন পর... রাতদুপুরে ফোন করে বলা ..... "কেমন আছিস? আহারে কতদিন কইন্যাদের কন্ঠস্বর শুনিনা রে" , (কিন্তু তাতো ও সব বন্ধু-বান্ধবীদের কেই করেছে) ...... এসবই কি??!!! নাকি নীলার কোন আচরন ওকে এমনটা ভাবিয়েছে ..... ওর বাসায় আড্ডা মারা (তাতেও তো সবাই থাকতো, ওর মাও থাকত মাঝে মাঝে ...আড্ডায় ), কিংবা নতুন কেনা ব্রেসলেট যখন কাউকে দিতে চাইতো না, তখন আহলাদি করে বলা - নীলার লাভ নীলাভ দে না (যদিও কাজ হতোনা) ... এসব চিন্তাতেই ঝিম মেরে বসে থেকে ... দিন গেল ... বদটাকেও খুজেঁ পাচ্ছেনা যে সামনাসামনি জিগ্ঞাসা করবে - কিরে তোর হইছে কি?...এসবের মানে কি??!!! ..... ভাগলো কই ছেলেটা?? মন খারাপ করে বাসায় যাবার পথে বাসে একজুটির সিগারেট খাওয়া নিয়ে মান-অভিমান দেখে মজাই লাগলো, হাসিও .... ভাবলো একই কান্ড ও নিজেও করতো ... হয়ত আরো বেশিই ..... নীলাভের ব্যাগটা হাতে নিয়ে ভাবতে ভাবতে হঠাৎই খুশিতে দাতঁ বের করা হাসিতে হাসতে লাগল .... বাসের মানুষজন অবাক হয়ে তাকাচ্ছে ... তাও হাসি থামে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।