আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুত্বের ভালবাসা (২)

হরবর করে কথা বলি, মনে যা আসে, পরে ভাবি কেন বললাম . . .

বন্ধুত্বের ভালবাসা (১) "আমি বুঝিনা তোমায় এই কি সেই তুমি? যার জন্য আমার এত প্রতিক্ষা, এত আকুলতার মানুষ আমার ..... এই তুমি? কি প্রচন্ড উন্মাদনায় ছেয়ে থাকি তোমার কাছে এলে, অবহেলা নির্মম হেলায় রাখো আমায় আসতে দাওনা কাছে, আবার দূরেও দাওনা যেতে, কি বাধঁনে টেনে রাখো .... মনআকাশে মেঘের ঘনঘটা কিবা রৌদ্রছটা সবই বুঝো সহজিয়া অনুভবে তবু তবুও বুঝোনা এই আমায়, সে কি চায়..... আমি বুঝিনা তোমায় ইদানিং আমি বুঝিনা এই আমায়ও, তোমার কথার একটু ছোয়াঁতে কল্পনার সবরঙের ফানুস উড়াই, আমার উচ্ছলতা কিযে খুজেঁ পায় তুমিতে, তোমার একঘেয়েমিতে!!! একঘেয়ে তুমিটাকেও কেন কাছে চায় এই আমিটা? আমি বুঝিনা, বুঝিনা - এই তোমায় আমায়" পড়া শেষ হতেই নীলা চেচায় - "ওমা একিরে ... এটা তোর লেখা?" ছোঁ মেরে কাগজটা নিয়ে নীলাভের রাগতস্বর - "তোরে বলছি ঐ বাদামী ফাইলে নোট ... আর তুই এই তাক ধরছিস কেনো? সারাক্ষন যে পকপক করো, না বলে কারো কিছু ধরতে হয়না হ্যান ত্যান ... এখন কই গেলো সেই সেন্স? " থতমত খেয়ে নীলা বলে - "আমি তোর বন্ধু না? বলতে পারিস আমায় ... বুঝবো " কিছুক্ষন ভেবে নীলাভ বলে - "না বুঝবি না, আবার অভ্যেস মতো ক্যান ? ক্যান করিস না, তোর ক্যানসারের কোনই এ্যানসার নাই " ঝট করে নীলা তাকায় - "মানে?" নীলাভ হাসতে হাসতে বলে - "মনে নাই তোর? মন্ডল স্যারের ক্লাসে?" কিছুদিন আগে মন্ডলস্যার ক্লাসে লেকচার দিচ্ছে ... আর সবার সাথে প্রশ্ন করার পাশাপাশি নীলা লিখছে ... কি যেন লিখতে লিখতে, খেয়াল করে নাই যে, ও স্যারকে বারবার জিগ্গেস করে ফেলছে - "ক্যান স্যার? ক্যান স্যার?" হঠাৎ কেমন সব চুপ হয়ে গেছে বুঝে ও মুখ তুললো, দেখে স্যার ওর ডেস্কের কাচে দাড়ানো ... ভেবাচেকা খেয়ে তাকাতেই স্যার বলল - "খুবই জটিল অসুখ, ক'বছর আগে হলে বলতাম এটার নাই কোন এ্যানসার, তাই ক্যানসার।" দু'জন হোঃ হোঃ করে হাসতে হাসতে কিছুক্ষন পর নীলা বললো - ভালোই প‌্রসংগ পাল্টাতে চেষ্টা করলি ..... কিন্তু আমি ছাড়ছি না, না বুঝলেও বল আমাকে " কি যেন ভেবে নীলাভ শুরু করলো বলা ......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।