আমাদের কথা খুঁজে নিন

   

কমনওয়েলথ থেকে গাম্বিয়ার সদস্যপদ প্রত্যাহার

কমনওয়েলথ থেকে সদস্যপদ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে গাম্বিয়া। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই ঘোষণা দেয়া হলেও এর কোনো কারণ জানানো হয়নি।

তবে গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জ্যামেহের সঙ্গে যুক্তরাজ্যের বৈরীভাবের কারণেই এমন ঘোষণা এসেছে বলে অনেকের ধারণা।

গাম্বিয়া সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ কমনওয়েলথ থেকে গাম্বিয়া সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে।

গাম্বিয়া সিদ্ধান্ত নিয়েছে তারা আর কখনো কোনো নব্য ঔপনিবেশিক প্রতিষ্ঠানের সদস্য হবে না। এমন কোনো সংগঠনের সদস্য হবে না যেটা আসলে উপনিবেশবাদের অংশ।

এদিকে বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের পক্ষ থেকে গাম্বিয়ার সদস্যপদ প্রত্যাহারকে খুবই দুঃখজনক বলে অভিহিত করা হয়েছে।

উল্লেখ্য, ৪৮ বছর আগে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া কমনওয়েলথে যোগ দিয়েছিল।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.