মুফতি ফজলুল হক আমিনী। শীর্ষ আলেম ও রাজনীতিক। ১৯৪৩ সালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তার জন্ম। মাদ্রাসা শিক্ষায় উচ্চতর ডিগ্রি লাভ করেছেন। হাফেজ্জী হুজুরের স্নেহধন্য ও জামাতা।
ইসলামী ঐক্যজোট ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান। জামেয়া কুরআনিয়া লালবাগ ও আশরাফুল উলুম বড়কাটারাসহ বেশ কয়েকটি মাদ্রাসার প্রিন্সিপাল। ২০০১ থেকে ২০০৬ সালে সংসদ সদস্য ছিলেন। বিভিন্ন ইস্যুতে আন্দোলন-সংগ্রামে বরাবরেই সরব। মিডিয়ায়ও তিনি বেশ আলোচিত।
চলতি বছরের এপ্রিল থেকে তিনি কার্যত গৃহবন্দি। পুলিশি বাধার কারণে লালবাগ মাদ্রাসা ও বাসার বাইরে কোথাও যেতে পারেন না। ১ অক্টোবর সন্ধ্যায় লালবাগের কার্যালয়ে বিভিন্ন বিষয়ে বার্তা২৪ ডটনেট’র মুখোমুখি হন তিনি।
পুরো সাক্ষাৎকার পড়ুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।