তবে একলা চলরে.......
অন্তঃসত্ত্বা হলেই কোর্ট মার্শাল
অন্তঃসত্ত্বা হলেই যুদ্ধক্ষেত্র থেকে দেশে ফেরত পাঠানো হয় মার্কিন নারী সেনাদের। ইরাক, আফগানিস্তানসহ বিভিন্ন স্থানে যুদ্ধে নিয়োজিত মার্কিন বাহিনীর এটাই বর্তমান নীতি। কিন্তু সেই নীতির ব্যত্যয় ঘটিয়ে উত্তর ইরাকে নিয়োজিত মার্কিন সেনা কমান্ডার মেজর জেনারেল অ্যান্থনি কুকোলো ঘোষণা দিয়েছেন গর্ভধারণ করলেই নারী সেনাদের কোর্ট মার্শালে বিচার করার। তার যুক্তি, বর্তমান নীতি অনুযায়ী অন্তঃসত্ত্বা সেনাদের দেশে ফেরত পাঠালে বিশেষ বিশেষ ক্ষেত্রে দক্ষ সৈনিকদের হারাতে হচ্ছে। তার এ নতুন নীতি নারী-পুরুষ নির্বিশেষে সব
সেনাসদস্যের ওপরই প্রযোজ্য হবে। মার্কিন সেনাসদস্যদের গর্ভধারণকে এই প্রথম শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হচ্ছে। মেজর জেনালের অ্যান্থনি বলেন, 'ওদের আমার সঙ্গে সবল ও ফিট রাখতে আমি আমার সাধ্য অনুযায়ী সব ব্যবস্থা নিচ্ছি।' তিনি বলেন, যুদ্ধে নিয়োজিত বিবাহিত সেনাদের হয় প্রণয় ত্যাগ করতে হবে, না হয় পূর্বসতর্কতা গ্রহণ করতে হবে। বিবিসি অনলাইন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।