আমাদের কথা খুঁজে নিন

   

মার্শাল আইয়ুবের অভিষেক

অনেক দিন ধরে জাতীয় দলের কড়া নাড়ছিলেন মার্শাল আইয়ুব। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ধারাবাহিক ভাবে রানও করছিলেন। কিন্তু কোনো ভাবেই কাঙ্ক্ষিত অভিষেক হচ্ছিল না। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে দলের সঙ্গে থাকলেও সেরা একাদশে খেলার সুযোগ হয়নি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশের ৬৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটল মার্শাল আইয়ুবের।

ঘরোয়া লিগে চার সেঞ্চুরিসহ সর্বোচ্চ ১০৬৯ রান করেছিলেন মার্শাল। ওয়ালটন ন্যাশনাল ক্রিকেট লিগেও ঔজ্জল্য ছড়ানো মার্শাল ৬২ প্রথম শ্রেণীর ক্রিকেটে ৭ সেঞ্চুরি ১৬ হাফ সেঞ্চুরিসহ করেন ৩৪২০ রান করেন। ৭ সেঞ্চুরির মধ্যে একটি আবার প্রায় ৩০০ রানের স্কোর (২৮৯ রান)।

মার্শালের অভিষেক দিনে নিউজিল্যান্ড দলেও দুই নতুন মুখের অভিষেক হয়েছে। তাদের একজন লেগ স্পিনার ইশ সোধি।

ভারতের লুধিয়ানা বংশোদ্ভূত 'কিউ' যিনি। সৌধি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন, তাকে নিয়ে প্রত্যাশার কমতি নেই নিউজিল্যান্ড দলে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তাকে প্রতিভাধর ক্রিকেটের হিসেবে মন্তব্য করেছেন ব্রেন্ডন ম্যাককালাম। কিউ দলে অভিষিক্ত অন্যজন টপ অর্ডার ব্যাটসম্যান কোরি জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটের জন্য নতুন হলেও জেমস এরই মধ্যে এক ওয়ানডে ও পাঁচ টি-২০ ম্যাচ খেলেছেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.