অজানাকে জানতে এক দূর্নিবার যাত্রা। শেষ হয়ে গেলো - অনার্স ফাইনাল ইয়ারের পরিক্ষা। কিন্তু শেষ হলো না সেই অমিমাংসিত প্রেমের গল্পটা !!! রবি , আমার খুব কাছের এক বন্ধু- যে কিনা ভালোবাসতো পাগলের মত একটি মেয়েকে যার নাম রিয়া । সেই অনার্স ১ম বর্স থেকে- বোঝাতে পারে নি তার অনুভুতির কথা গুলো। রিয়া ও বুঝতে চায় নি কখনও - তবুও চেষ্টার কোন কম করে নি রবি তবুও আজ যখন দেখা হলো রবির সাথে আবাক হয়ে ভাবছি আজও কমে নি রিয়ার প্রতি ওর সেই ভালোবাসার আকুতি। দেখতে দেখতে কেটে গেলো ৫-৬ টি বছর কিন্তু এখনো কাটে নি রবির ভালোবাসার ঘোর- তাই আমার কাছে পরামর্স চাইলো কি করবে এখন - এখনো স্বপ্ন দেখে রিয়া কে নিয়ে আগের মত করে। বললাম ভুলে যা অনেক হয়েছে আর না- ও বলে আর নাকি সম্ভব না ! হাসলাম ওর একটি কথা শুনে- ও বলছে হিট মনে হয় খাইলাম একটা ! অবাক হয়ে ভাবলাম- এতো দিনে বুঝতে পেরেছে ও নাকি হিট খেয়েছে- শেষ পরিক্ষার দিন নাকি ওকে বলেছে আমাকে নিয়ে আর ভেবো না। তাই ও শিওর হয়েছে হিট খেয়েছে- তার পরে ও ভালো লাগছে সময় পেরিয়ে গেছে অনেক কিন্তু কমাতে পারেনি ওর আবেগ- তদুপরি সান্তনা দিলাম এই বলে মাস্টার্স করবে আমাদের ই কলেজে- মুহুর্তে যেনো ভুলে গেলো ওর হিট খাওয়ার কথাটা- আবার নতুন উদ্দমে- ছুটবে রিয়ার পিছনে তাই ধন্যবাদ দিয়ে গেলো এমন একটি আশার বানি শোনানোর জন্য- সত্যি আফসোস হয় রিয়ার জন্য- এখনো বুঝলো না রবির সেই ফিলিংস্টা !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।