যতোদিন মানুষ অসৎ থাকে, ততোদিন তার কোনো শত্রু থাকে না; কিন্তু যেই সে সৎ হয়ে উঠে, তার শত্রুর অভাব থাকে না।
হায়রে অভাগার দল । ঈশ্বর ও বৈষম্য করেন তোদের সাথে । সাথে সাথে করি আমারাও। তোমাদের জন্য একটু পানি একটু খাবার বার বার ভিক্ষা চাইতে হয় সবার কাছে।
কিন্ত কই তোমাদের তো কোন দোষ নেই তোমরা তো সেখানে নাচ গান করছ না তোমরা তো নাস্তিক না তবে কেন তোমাদের জন্য সবার কাছে খাবার ভিক্ষা চাইতে হয়?
কিন্ত চাইতে হয় নি গণজাগরণ মঞ্চের জন্য চাইতে হয়নি হেফাজতে ইসলাম এর সমাবেস এর জন্য। তখন আওয়ামীলীগ, বিনপি, জামাত, জাতীয় পার্টি ট্রাক ভরে ভরে খাবার বিলি করেছে। কই তখন তো কারো কাছে খাবার ভিক্ষা চাইতে হয়নি । তা হলে এখন কেন চাইতে হবে ! এখানে সাহায্য করলে তো আর ভোট পাওয়া যাবে না তাই না! এখানে সাহায্য করলে তো আর জান্নাতে যাওয়া যাবে না তাই!
কই কোথায় আমাদের এরশাদ সাহেব কোথায় আমাদের খালেদা মেডাম আর তাঁর চামচারা কোথায় তাদের বড় বড় কথা ।
এরশাদ সাহেব আপনি কেন ওখানে পানি আর খাবার এর ব্যবস্থা করছেন না ? নাকি হেফাজতে ইসলাম এর মহাসমাবেসে পানি আর খাবার বিলি করে আপনার বেহেস্ত নিশ্চিত হয়ে গেছে।
খালেদা মেডাম কে বলছি “মেডাম রানা প্লাজায় দুর্ঘটনায় যারা মারা গেছেন তাঁরা কেউ কিন্ত নাস্তিক নয়”
আর আমাদের হাসিনা খালা তো যথারীতি তাঁর আবাল নেতা কর্মী দের নিয়ে বাংলাদেশের মানুষের বিনোধন দিয়েই যাচ্ছেন।
আর রানা প্লাজার আশে পাশের মানুষ জন আপনাদের কে বলছি “ভাই ওখানে কোন সাপের খেলা দেখাচ্ছে না, আর ব্রাজিল আরজেন্টিনার খেলাও হচ্ছেনা তবে কেন সেখানে ভিড় করছেন? ভিড় করে আপনারা কি আনন্দ পান? প্লীজ দয়া করে আপনারা রানা প্লাজার সামনে থেকে সরে যান স্বেচ্ছাসেবী দের কে কাজ করতে দিন ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।