বেডে আধশোয়া হয়ে আমার নিত্যদিনের কাজ
মোবাইল্-এ ফেইসবুক ইউজ করছিলাম্। পাশের রুমের এক
বড় ভাই রুমে প্রবেশ করে আমার বেডে এসে আমার
পাশে আমার মত আধশোয়া হয়ে দেখছেন আমি কি টাইপ
করছি। আমাকে একটা কিছুও জিগ্যেস করেনি শুধু অবাক
হয়ে দেখেই যাচ্ছে,আর আমার টাইপ
করা দেখে ফেইসবুকে ২,৩ টা সুন্দর মেয়েদের
ছবি দেখে কত আফসোস করেই না বলতে লাগলেন ,,,,,,,,,,
ইশ্শ্শ্স্শ্শ্শ্শ্শ্শ্শ্শ্শ্স্,,,,,,,,,!!!!!!!!যদি এমন
একটা মোবাইল কিনতে পারতাম কত
ছবি দেখা যেত,গান শুনতাম্,ভিডিও গান দেখতাম্।
ঊপরের কথাগুলো শুনে আর চোখে পানি জমা রাখতেই
পারলাম না। উনার এই একটা মোবাইলের আশাই পুরণ
হচ্ছে না।
আর কত মানুষ্-ই এরকম মোবাইল ৪,৫টা ইউজ
করছে। আর আমাদের কত শখ লাপটপ কিনব,নোটবুক
কিনব। হায়রে মানুষের চাওয়া পাওয়া। মানুষের
ছাওয়া পাওয়ার মাঝে ভগবান এতটা পার্থক্য
করে দিলেন কেনো। কেনো সবার ছাওয়া পাওয়া এক
হয়না?এই কথাগুলোর কোন উত্তর কেউ
দিতে পারবে না।
কেবল কথাগুলো শুনে বুক
থেকে একটা আফসোসের নিঃশ্বাস্-ই ফেলতে পারে। এর
থেকে বেশি কিছুই না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।