মিআও! "তবে রাষ্ট্রের শাসকেরা যদি একটু সচেতন হতো--- আফসোস "
আমরা সরকারকেই বদলাতে পারি। কি বেশি হয়ে গেল?
বিশ্বাস করুন আর নাই করুন, সরকার নিজের পক্ষ থেকে চেষ্টা করছে এবং নিজের কাজে প্রচুর আত্মতুষ্টিতে ভুগছে। (ইউনুস)।
ওরাও মানুষ। আমাদের জ্ঞানের পার্থক্যই এই বিশাল ব্যবধান সৃষ্টি করেছে।
তা না হলে আপনি যদি সরকার এ থাকতেন তবে আপনি ও আত্মতুষ্টিতে ভুগতেন। বিশ্বাস হয় না? তাকান আমাদের ইউনিভার্সিটির প্রফেসরদের দিকে। নিম্নমানের এই শিক্ষাব্যবস্থায় তাদের কতই না ধৈর্য!
আসুন এই ব্যবধান কমাই। নিজের উদ্যোগে জ্ঞান(পরিসংখ্যানলব্ধ , বিশ্বাসযোগ্য) সংগ্রহ করি ও জানাই।
বাংলাদেশে এমন মানুষের খুব অভাব।
সহজ খুবই কিছু না করা ও দোষ দেয়া। কিন্তু প্রকৃত অর্জন করার মধ্যেই নিহিত।
আমাদের কাছে যদি জ্ঞান থাকে আর ওরা অজ্ঞ থাকে তবে দোষ কার?
বিশ্বাস করুন আর নাই করুন আপনি ও তাদের সাথে চাইলে কথা বলতে পারেন, ওরাও মানুষ। বলবেন না এটা সম্ভব না। সত্যি করে বলুন আপনি নিজে কতটা চেষ্টা করেছেন।
কেউ আছে?
আর কেউ যদি ভুলভাবে চেষ্টা করে থাকেন তবে আমি বলব মহাত্মা গানধী বা কোনো বড় মানুষের জীবন সম্পর্কে জানুন। ( প্রথমেই বড় না, ছোট কাজের জন্য প্রস্তুত থাকুন, কাজ করুন, বড় মানুষকে (হাসিনা, খালেদা) জ্ঞান দিতে না পারলেও তাদের যারা জ্ঞান দেয়, তাদেরকে কিন্তু আপনিও জ্ঞান দিতে পারবেন। তাদের বাসায় ও যাওয়া সহজ। কিন্তু চেষ্টা তো করতে হবে।
দয়া করে অন্তত মহাত্মা গান্ধীর জীবনী টা পড়ুন।
শিক্ষাব্যবস্থা দিয়েই ধরুন শুরু করলেন। আপনি যদি সত্যি কোন বিষয়ে জ্ঞান রাখেন ইউনিভার্সিটির প্রফেসরদের অবস্থাটা বোঝাটা আপনার জন্য কষ্টকর হবে না। এখানে পি এইচ ডি র গবেষণা টপিক সিলেক্ট করার আগেই "গবেষণা ছুটি" নেয়া হয়, জানেন তো?(বাকী সবাই নেয় আমিও নিমু) ফ্রি বেতন। বিদেশ গমন।
না আফসোস বলবেন না।
সরকার বা আমরা নিজেরা না।
সমাধান আছে কাজ করা ও আত্মত্যাগে। গঠনমূলক সমালোচনা, সে জন্য অপরিহার্য মানুষকে ভালোবাসা, ওই "অমানুষরা"ও মানুষ। তারা আমাদের নিজেদের অবস্থাটাই আরো বড় করে দেখায়। এটাই আমাদের মানুষ উপাধিটার প্রকৃত অবস্থাটা।
আসুন আমরা আমাদের এই কর্মহীনতাকে বদলাই। চেষ্টা করি।
আমি ভয় পাচ্ছি, না হলে একদিন আপনিও আমাদের থেকে জ্ঞানে অনেক দূ্রের হয়ে যাবেন।
আমার ভুলত্রুটিগুলোও ভালোবেসে মাফ করবেন। আমার সমালোচনা করে আমাকে সংশোধন করবেন।
ঘৃণার চেয়ে বড় অজ্ঞতার দরজা আর কী আছে?
ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।