আমাদের কথা খুঁজে নিন

   

আফসোস.......

আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?

কাজের চাপ এতো বেশী যাচ্ছে। মরারও সুযোগ পাচ্ছিনা। আজরাইল একবার চিঠি নিয়ে এসেছিল। তাকে ব্যস্ততার জন্য গেইট থেকেই বিদায় করে দিয়েছি। পরে দেখা করুন এই বানী নিয়ে উনি ফিরে গিয়েছে।

এক সপ্তাহ সাইটে আসতে পারিনি। আজকে এসে দেখলাম, আজরাইলকে ফিরিয়ে দিয়ে বোধহয় ভুলই করেছি। এত চেঞ্জ এখানে!!! আহা! মরে গেলে মনে হয় অনেক শান্তি। রাস্তায় বেরিয়ে আরো একটি কষ্ট বুকে ঢেউ খেলে যায়। বিশ্বকাপ চলছে।

মনে অনেক শান্তি সবার। কিন্তু আমি এমন কেন? মাথাউচু ভবনগুলোর উপর উড়ানো আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা দেখে মনে হয় কবে আমার দেশের এতো পতাকা এমন করে উড়বে? হায়রে দেশপ্রেম! সত্যি সেলুকাস!! দুঃখিত খানে আর বেশীক্ষন থাকবোনা। কী মহা অন্যায় করে ফেলেছি। মাফ করবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।