যে কথা বলা হয়নি............. হয়তো কোন ভয়ে, অস্বস্তিতে, কোন বিধিনিষেধের বেড়াজালে। তেমন কিছু কথাই বলতে এসেছি।
আজ ব্লগে এক ব্লগারের বক্তব্যের মন্তব্যে আরেক জনৈক ব্লগারের এমনই মন্তব্য করেছেন।
" মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব সয়ং জামায়াতের নেতাদের যুদ্ধাপরাধী প্রমান করতে পারেননি। পরলে প্রমান করুণ ।
আমরা অবশ্যই যুদ্ধাপরাধিদের বিচার চাই। দয়া করে বিনা প্রমানে কিছু বলবেন না। জামায়াত ৭১ থেকে অধ্যবদি মিডিয়ার অপপ্রচারের স্বীকার। "
জামাত না কি মিডিয়ার অপপ্রচারের শিকার.............. '৭১ জামাত কিছুই করে নাই।
হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছিনা।
এখনো কিছু লেখাপড়া জানা মানুষ নাম ধারী প্রকৃত অর্থে শিক্ষিত হতে পারে নাই দেখে বড়ই কষ্ট লাগে। এরা এখনো প্রলয় দেখে বালিতে মুখ গুজে রেখে ভাবে প্রলয় বুঝিবা বন্ধ হয়ে গেছে। এরা কখনোই বাংলাদেশের স্বাধীনতাকে সহজ ভাবে নিতে পারবেনা। এখনো কুপমন্ডুকতাকেই আকড়ে ধরে আছে।
আফসোস
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।