কিছু কিছু কথা কানে আসছে যেগুলো শুনে চুপ থাকা বা নিজেকে স্থির রাখা খুব ই কষ্টের। নিজের ভালোলাগা থেকে ব্লগ এ লিখি। আমার এক মেধাবী বন্ধুর হাত ধরে ব্লগ এর জগতে আসি। প্রথম এর দিকে লেখার চেয়ে পড়তাম বেশি। প্রিন্ট আর ইলেক্ট্রনিক মিডিয়া যখন বিভিন্ন দলীয় লেজুড়বৃত্তি করে আমাদের সঠিক খবর থেকে অনেক ভাবে বঞ্চিত করে সেখানে এ ব্লগ গুলোতে অনেক বিশ্লেষন ধর্মী খোলামেলা লেখা আসে।
এছাড়া সাহিত্য চর্চায় এ ব্লগ কে আমার কাছে অন্য কোন মাধ্যমের থেকে বেটার মনে হয়েছে। এখানে তাৎক্ষণিক পাঠকের মন্তব্য পাওয়াযায় বা পাঠকের সাথে লেখকের যোগাযোগ হয় ভাবের অনুভূতির আদান প্রদান হয়।
কিছু কিছু স্বঘোষিত নাস্তিক ব্লগার আছে তা এ জগতে ঘোরাফেরা কারি সবাই জানেন। কিছু আবার এদের মাঝে অনেক মহান ব্যাক্তিদের নিয়ে নিজেদের অল্প জ্ঞানের পান্ডীত্ত জাহির করতে উল্টাপাল্টা লেখে। লেখা গুলো যেন কোন নির্দিষ্ট গোষ্ঠি বা মানুষ কে হেয় করে লেখা কি না সে গুলো ব্লগের মডারেটর রা দৃষ্টি রাখেন।
কিন্তু এ মুষ্টি মেয় কয়েকটি লেখকের নিচুমানের কিছু লেখা নিয়ে হৈচৈ শুরু করে সব ব্লগার কে নাস্তিক বানিয়ে ফেলা কি ঠিক? না কি বাংলাদেশের সাধারন মানুষ এর আবেগ অনুভূতি কে কাজে লাগিয়ে নিজেদের হীন স্বার্থ হাসিল করাই এ মানুষ দের একমাত্র লক্ষ।
আজ আমাদের মতও চুনপুটি ব্লগার কেও শুনতে হয় আমরা না কি নাস্তিক। আফসোস। আলেম সমাজ এর প্রতি পূর্ন শ্রদ্ধা রেখেই বলছি আপনারা যাই করুন না জেনে সাধারন মানুষ এর ধর্মীয় অনুভূতি কে আঘাত করে ঢালাও ভাবে সবাই কে নাস্তিক সাব্যস্ত করবেন না। এতে যে দেশের মাঝে ফেতনা সৃষ্টি হচ্ছে ভাইয়ে ভাইয়ে অবিশ্বাস তৈরি হচ্ছে তা আমাদের দেশ বা মুসলমান কারো জন্যই মঙ্গল জনক হবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।