*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*
ভাচুর্য়াল ইঁদুর বলে বাস্তব জীবনে ইঁদুর প্রজাতীর প্রতি অসীম মায়া মমতা অনুভব করি.....সাথে টিকটিকি,তেলাপোকারাও আছে। বড় হবার পর স্বজ্ঞানে এদের কখনো মারধোর করিনি। ক্লাশ সেভেনে পড়ার সময় নিজের নাদানিতে এক টিকটিকির লেজ কাটা গিয়েছিলো...... টিকটিকি তার কাটা লেজ নিয়েই জান বাঁচানো ফরজ মনে করে দৌড় দিল....কিন্তু সেই দুঃখে কয়েকদিন মন ভারাক্রান্ত ছিলো। বাসায় তেলাপোকা ও মারি না......সামনে পড়লে আর মেজাজ খারাপ হলে বড়জোর উল্টা করে রাখি.....মন ভালো হলে আবার ঠিক করে ছেড়ে দিই।
আসল কথায় আসি.....কতক্ষণ আগে খাবারের রুমে নাস্তা করতে গিয়ে দেখি পিয়ন ভাই বীরদর্পে ২ টা ইঁদুর মারছে......।
ভালো মত বললাম......"দূরে গিয়ে মারেন......আর অফিসের কেউ কি অভিযোগ করেছে যে ইঁদুর তাদের দরকারী ডকুমেন্ট নষ্ট করেছে"??পিয়ন ভাইয়ের মনে হয় কথা ভালো লাগলোনা....উনি ব্যাপক উৎসাহের সাথে ২ জনকে নিয়ে ইঁদুর যুগলকে বাইরে নিয়ে গেল। আমি সিউর ইঁদুর যুগল এতক্ষণে পটল তুলেছে। একটা থাকলে মন খারাপ হতো না যুগল বলেই খারাপ লাগছে....... ইঁদুর জীবনের কতটাই-বা- দেখেছে.......অনেক কিছু দেখা,জানার আগেই বিদায় নিতে হলো।
মানুষ এমনই.......উৎকৃষ্ট আর সৃষ্টির সেরা জীব হয়ে ও নিকৃষ্টের মতন যেভাবে নির্বিচারে মানুষ মারছে সেখানে ছোট ইঁদুর তো কিছুই না.......।
আ........ফ........সো..........স.....।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।