আমাদের কথা খুঁজে নিন

   

আফসোস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যেতে হয়েছিলো।ভেতরে ঢুকে P M এবং তার চ্যালাদের বক্তৃতা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম।ফিরে আসার সময় এক বন্ধু বললো যে- আমি যখন ঘুমাচ্ছিলাম,তখন নাকি আসাদুজ্জামান নূর এসে ২ টি কবিতা আবৃত্তি করে গেছেন।আমি বন্ধুকে বললাম- আমাকে ডেকে দিসনি কেনও?ও বললো-অনেক আরাম করে ঘুমাচ্ছিলি,তাই আর ডাকিনি!!!..হায় রে বন্ধু... আবৃত্তির জগতে জয়ন্ত চট্টোপাধ্যায় কে ভালো লাগলেও নূর কে আমার বস্‌ মনে হয়।অথচ এরকম বস্‌ পাবলিক কে সামনে পেয়েও কবিতা শোনা হলো না।এই দুঃখ কোথায় রাখি?এই মুহূর্তে একটা গান খুব গাইতে ইচ্ছে করছে-“এতো কাছে তুমি,তবু যে দূরে............”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।