আমার ব্যক্তিগত ব্লগ
প্রথমেই জানাই ঈদ মুবারাক, সবাইকে।
নাহ আজকের লেখা ঈদ নিয়ে নয়, বরং গত পোস্টের কমেন্টে আমি কথা দিয়েছিলাম এই ছবি নিয়ে কিছু লিখব। কারন ছবিটা দেখেই অনেকদিন আগের ঘটনাটা মনে পড়ে গিয়েছে। আমরা তখন সৌদি আরবে থাকি। আব্বা-আম্মা দুজনেই সরকারী চাকুরী নিয়ে গিয়েছেন।
আমি আর আমার বড় বোন বেশ ছোট। বিদেশে গেলে যা হয়, বাংগালীরা মাঝে মাঝেই অনুষ্ঠান উপলক্ষে এক জায়গায় হয়, নানা সুখ দু:খের গল্প করে। এক আংকেল খুব আফসোস করে তার ঘটনা বলছিলেন।
তিনি যখন বাসা ভাড়া নেন তখনই দেখতে পান বাসায় একটা বিড়ালও থাকে। প্রথমে ধাওয়া দিয়ে তাড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ঘুরেফিরে ঐটা ঠিকই আবার চলে আসে।
দেখা গেল বিড়ালটা খুব লক্ষ্যি। হয়তো আগের ভাড়াটিয়াদের পোষা ছিল। খাবার দিলে খায়। না হলে আংকেলের পায়ে পায়ে ঘুরে। আংকেল তখনও আন্টিকে দেশ থেকে আনেননি।
বড় বাড়িতে বিড়ালটা হলো ওনার একমাত্র সংগী।
একদিন বাসায় কিছু মেহমান এসেছিল। ওদের বিদায় দিতে আংকেলের সাথে সাথে বিড়ালও বের হলো সব সময়কার মতোন। আর গিয়ে বসল একটা গাড়ির টায়ারের পাশে। গাড়ির চালক সেটা দেখেন নি, দেখার কথাও না।
গাড়ি ছেড়ে দিতেই....। আংকেল খুব মন খারাপ করছিলেন। বিড়াল ছিল, পায়ে পায়ে ঘুরতো, এখন খুব একা একা লাগে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।