যোগাযোগ বা সংযোগ তেমন রাখতে পারছি না। আগের মতো। ফোন তো প্রায়শ বন্ধই থাকে। থাকবেও হয়তো। ফেসবুকেও বসা হবে না নিয়মিত।
মাঝেমাঝে বসলেও অল্প সময়ের জন্য। এভাবে চলবে আরো কিছুদিন। পড়াশোনা ও লেখালেখির চাপে আছি। গল্পটল্প লেখতে বেশি সময় লাগে আমার। তা-ও যা লেখি বারবার বদলে ফেলি।
ছোটখাটো লেখক বলেই বলেই এমনটি হয়। সেকথা থাক্। ইদানিং যাঁরা লেখা চেয়েছেন তাঁদের কাছে ক্ষমা চাইছি। আপাতত পারছি না। তাছাড়া ফরমায়েসি লেখার যোগ্য হয়ে উঠিনি এখনো।
সাহিত্যজগতের বাইরের বন্ধুদের প্রতি মিনতি: আমাকে ভুল বুঝবেন না প্লিজ। জানি, যোগাযোগের সমস্যায় কেউ কেউ বিরক্ত হবেন। অনুরোধ, আবশ্যকীয় কোনো তথ্য ইনবক্সে রেখে দেবেন। সময় করে সাড়া দেবো। সবার কাছে আবারও করজোরে বলছি, দয়া করে বিচ্ছিন্নতাবাদী ভাববেন না আমাকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।