আমাদের কথা খুঁজে নিন

   

নির্ধারিত ছক...


তোমাতে নির্জনে নিদারুণ আর্তনাদে বিপরীতগামী নিঃসর্গের দিকে বন্যার জলে রুপোর মল পরা ঢেউ উজান ভাটায় উথাল পাথাল প্রহরগুলি কেটে যায়। ------------------------------------- আকাশ ছিল অখন্ড উলঙ্গ কিছু … আগুন এসেছিল এক দিবসে ছাই হয়ে নিজেই ফিরে গেল। আজো প্রতারণা শেখেনি সে। -------------------------------------------- আকাশভরা নক্ষ্রত্ররাজি নিয়ে ইর্ষান্বিত হয়ে, সোনালি খড়গাঁধার স্বপ্ন বুনে চলে আমার সেই জন… যেখানে যাই, অচিনপুর আমার সাথেই থাকে। --------------------------------------------------- স্মিতহাস্যে অল্প অল্প করে ধসে পড়ছেন কপালে দুঃচিন্তার ছাপ আঁচলে ধুতরার বিষ, সেই যুদ্ধকাল থেকেই… ------------------------------------------- চলছে সেখানে যুদ্ধরাত যুদ্ধদিন শান্ত বিলাপ নীল-সবুজ সতেজ পর্দায় ডাকা রোদেরা খেলে মরিচীকা সাথে নিয়ে। --------------------------------------------------- এই একটুখানি পথ পেরিয়েই শহর শহর ছাড়িয়ে মাঠের পর মাঠ, সবুজ মাঠ একটি নদী… এই অচিনপুর। ------------------------------------------------------- তালা দিয়েছিলে হৃদয় দুয়ারে কি এক নির্ধারিত ছকে। না, তাকে কিছুই ছোঁয় নি! হ্যাঁ, চোখ খুলছে প্রতিদিন। ----------------------------------------
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.