আমাদের কথা খুঁজে নিন

   

সরকার ও বিরোধীদল, ইতিহাস হতে কেউ শিক্ষা নেয়না

সত্য যেখানে অসহায় আমি সেখানে হতে চাই সহায় ও সঙ্গী। বাচাল, ভন্ড, ধর্মব্যাবসায়ীরা, মিথ্যাবাদী, সত্য গোপনকারী, অন্ধ দলীয় সমর্থকরা আমার ঘৃনার পাত্র। বাংলাদেশের রাজনীতি আজ আবার সংঘাতের দিকে ক্রমস অগ্রসর হচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এর আশু কোন সমাধান হবেনা। ববং তা আরোও ব্যাপক সংঘাতের দিকেই ধাবমান।

আমাদের দেশের অনেক সমস্যা আছে। আপনি যদি সাধারণ কোন নাগরিককে জিজ্ঞাসা করেন দেশে এখন প্রধান সমস্যা কি ? কেউ বলবেন দ্রব্যমূল্য সমস্যা, কেউ বলবেন রাস্তা-ঘাটের সমস্যা, কেউ বলবেন সন্ত্রাস ও চাঁদাবাজি, কেউ বলবেন ব্যবসা-বানিজ্যের সমস্যা ইত্যাদি। উপরের সবগুলোই আসলে আমাদের দেশের সমস্যা। এতে আমার কোনই দ্বিমত নেই। কিন্তু ওগুলোই যে প্রধান সমস্যা, তা আমি মানতে রাজী নই।

আমাদের দেশের আসলে প্রধান সমস্যা হলো রাজনৈতিক সমস্যা। রাজনৈতিক ভাবে সহাবস্থান নেই্। নেই একদলের প্রতি অন্য দলগুলোর সহোযোগীতা ও সহ-মর্মিতার কোন নুন্যতম সৌজন্যবোধটুকও। যে যার অবস্থানে অনড়। জনগন তা সমর্থন করুন আর নাই করুন তাতে তাদের আসে যায়না কিছুই।

কারন জনগন (!!!???) তাদের সাথেই আছেন !!!!??? জানিনা কোন্ জনগনদ্বয় তাদের সাথে আছেন। হ্যাঁ আছে তা আমরা সবাই জানি। তারা হলো গুন্ডা-শান্ডা-পান্তা ও প-চাটার দল। এরা অপেক্ষায় থাকে কখন তার প্রভু বা তার দল ক্ষমতায় যাবে আর কখন শুরু হবে তাদের রাজত্ব। কখন তারা হবে আঙ্গুল ফুলে কলাগাছ।

কিন্তু সাধারন জনগন কি আদৌ তাদের মানে রাজনৈতিক দলগুলোর কার্যক্রমগুলোকে সমর্থন করেন ? আমার অভিজ্ঞতায় বলে মোটেই না। তারা চায় শান্তিতে বাস করতে, দু-বেলা দু-মুঠো ভাল খাবার ক্ষেতে, সন্ত্রাস মুক্ত সমাজ ও অবৈধ দখন মুক্ত রাস্তা-ঘাট ও ফুট-পাথ এবং সরকারী ও দুর্বল-অসহায় মানুষদের জমি-জমা দখল, সরকার নিয়ন্ত্রিত ও সিন্ডিকেট মুক্ত বাজার, দ্রব্যমুল্য সকল মানুষের নাগালের মধ্যে থাকুক, চাঁদাবাজ ও মান্তানের দৌরাত্ব মুক্ত সমাজ, ইভ-টিজিং মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত সকল মন্ত্রনালয়, সুস্থ্য ও সহনশীল পরিবেশে ভারসম্য ও স্থিতিশিল রাজনীতি, সুষ্ঠ ও কারচুপিমুক্ত ফ্রি ও ফেয়ার নির্বাচন ও নির্বাচনী পরিবেশ, ক্ষমতাশীলদের অবৈধ ক্ষমতার দাপট মুক্ত রাজনীতি ও রাষ্ট্র, যান-ঝট মুক্ত সড়ক, দুর্ঘটনা মুক্ত সড়ক ও দুর্ঘটনারোধে সরকারী যথাযথ পদক্ষেপ নেয়া, সুন্দর ও খানা-খন্দমুক্ত সড়ক, নিরাপদ ও বিশুদ্ধ পানি, পর্যাপ্ত গ্যাস সরবরাহ, লোডশেডিং মুক্ত নিরবছিন্ন বিদ্যুৎ সরবাহ, নিরাপদ সড়ক, স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা ইত্যাদি সাধারন ও ফেয়ার চাহিদা। কিন্ত কোন সরকারই এইসব চাহিদাকে সত্যিকার ভাবে ও আন্তরিকতার সাথে কার্যসূচীতে নেয় না্‌ই। যার প্রমাণ আজ স্বাধীনতা ৪০ বছর পরও আমাদের এ অবস্থা। গতকাল আমাদের দেশে বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সূত্র ধরেই মুলত আমার আজকের লেখা।

গতকাল সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন বিরোধী নেত্রীর সাথে তিনি কোন আলোচনায় বসবেন কিনা ? তিনি বললেন, "কার সঙ্গে বসবো? চোর, বাটপার, দুর্নীতিবাজ, হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারকারী, গ্রেনেড হামলা চালিয়ে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জনকে হত্যাকারী এবং একাত্তরের ঘাতকদের রক্ষায় যারা কাজ করছে তাদের সঙ্গে কিভাবে বসবো? শেখ হাসিনা বলেন, আমি যদি তার সঙ্গে বসি তাহলে প্রথমেই তো শর্ত দেবে যে, ওই ধরনের কুকর্মে লিপ্তদের মামলা প্রত্যাহার করতে হবে। শেখ হাসিনা বলেন, যারা এতিমদের অর্থ চুরি করে তাদের সঙ্গে বসা উচিত হবে কি? যারা দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করার দাবিতে যারা আন্দোলনের হুমকি দেয় তাদের সঙ্গে কিসের মধ্যস্থতা? তিনি বলেন, বিএনপি নেত্রীর এখন একটাই দাবি- তার দুর্নীতিগ্রস্ত ছেলেদের মুক্তি। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ এবং দুর্নীতি ও বিদেশে অবৈধভাবে অর্থ পাচারের মামলা প্রত্যাহার। তাদের আন্দোলনের উদ্দেশ্যও অভিন্ন। তাই তাদের সঙ্গে বৈঠকে কোন সুফল পাওয়া যাবে বলে আমি মনে করি না।

" (সূত্র: মানবজমিন। ) "এই দিনটি কি ভুলে গেছেন ? আমি প্রধানমন্ত্রীর উপড়ের কথা ধরে নিলাম ঠিক বলেছেন এবং ভেবেছেন। কিন্তু একজন প্রধানমন্ত্রী হিসাবে তার মুখে কি ঐসব কথাগুলো মানায় ? তিনিতো আর শুধুই আওয়ামীলিগের প্রধান নন, তিনি দেশের প্রধানমন্ত্রী। তাঁর এ কথা ভুলে গেলে কি চলবে ? তার ভুমিকা হবে অভিবাবকরের, প্রতিপক্ষের নয়। এই একই ভুল করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেত্রী।

তার ফলাফল কি হয়েছে তা কিন্তু তিনি দেখেছেন। তাহলে কেন একই ভুমিকায় আবার তিনি অবতির্ন হলেন ? তাহলে কি ইতিহাস হতে কেউ কোনদিন শিক্ষা নেয়না ? সবাই বর্তমানকে প্রধান্য দিয়ে গায়ের জোরে দেশ চালাতে চান ? আর আমরা সাধারণ জনতা তাদের এই চুলা-চুলির, গালা-গালির ও দলা-দলির রাজনীতির করুন ও নির্মমতার শিকার। এটা কি কোন সভ্য দেশে কল্পনা করা যায় ? তিনি বিরোধী দলের সাথে আলোচনার প্রস্তাব রাখতে পারতেন। সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন রেখেছিলেন, তিনি তা সানন্দে গ্রহন করে তার উদার মনের পরিচয় দিতে পারতেন। এরা কি রাজনীতিও শিখেনাই ? এতে তার জনসমর্থন বাড়ত বৈ কমতনা।

কিন্তু এখন কমবে এবং এটাই স্বাভাবিক নয় কি ? কি হত যদি তিনি বিরোধী দলের সাথে বসতে রাজী হতেন ? তিনি যে সব বিষয় তুলে ধরেছেন, বিরোধী নেত্রী যদি তাই চাইত তা আপনি জাতির সামনে তুলে ধরতে পারতেন, জাতি তার রায় দিত। এখন আপনি এসব কি বললেন ? এসব কি আপনার মুখে মানায় ? আপনি আপনার বাবার সকল ত্যাগ ভুলে গেছেন ? তিনিতো পাকিস্তানের সাথে অনেক ত্যাগ করে দেশের জনসমর্থন তার পক্ষে এনেছিলেন, আপনি কেন পারবেন না ? আপনার পাশের কু-পরামর্শকারীরা আমার মতে আপনাকে শুধু ডুবাবেই না বরং রাজনৈতিক ভাবে হত্যাও করবে। আপনার কোন অস্তিত্বই তারা রাখবেনা বলে আমার ধারনা। আপনি সেই দিকেই এগুচ্ছেন বলে আমার মনে হচ্ছে। তবে তাই যদি হয় তা হবে জাতির জন্য বড়ই ক্ষতিকর ও ভয়ংকর।

যেটা আমাদের কাম্য নয়। তাই আশা করব, প্রধানমন্ত্রী তাঁর মত পাল্টাবেন এবং একটা শান্তিপুর্ন উপায়ে একজন অভিবাবকের মত সকল সমস্যার সমাধান করবেন। "এই দিনটি কি ভুলে গেছেন ?" বর্তমান বিরোধী দল তাদের উপড় অর্পিত জাতীর দায়ীত্ব সঠিকভাবে পালন করছেনা। সেটা ১০০ ভাগ সত্য। তারা সংসদে না গিয়ে রাস্তা দখল করে সেই পুরোনো স্টাইলে আন্দোলনের নামে দেশে অরাজকতা করছে ।

দীর্ঘ সময় সংসদে অনুপস্থিত থেকে একটা নিদৃষ্ট সময়ে একবার হাজিরা দিয়ে সদস্য পদ টিকিয়ে রাখছে এবং রাষ্ট্র হতে যথারীতি সকল সুবিধাও ভোগ করছে, আর বিনিময়ে জাতিকে ভাল কিছু না দিয়ে দিচ্ছে আন্দোলন, হরতাল, লাশ এবং নৈরাজ্য ও সংঘাতময় রাজনীতি। এটাও আমরা কামনা করিনা । কিন্তু তাও আমরা মানতে বাধ্য হচ্ছি। এটাই যেন আমাদের নিয়তি। এরাও ইতিহাসের ভালটা না নিয়ে বরং স্বার্থের দিকটাই বেশী দেখছে।

তারা যু্দ্ধাপরাধীদের বাঁচানোর বিভিন্ন দেশী-বিদেশী লবিং চালাচ্ছেন এটাও সত্য। দেশের বেশীর ভাগ নাগরিক সমস্যার দায়যে তাদেরও আছে তাও তারা ভুলে গেছেন। এটা কি আমাদের কাম্য হতে পারে ? একটি বিরোধী দল, একটি ছায়া সরকার। কিন্তু আমরা কি সে রকম কোন দায়িত্বপূর্ন আচরন ও কার্যাবলী তাদের কাছ হতে পেয়েছি ? অবশ্যই না। তাই দেশের সরকার নয়, বিরোধীদলও ব্যর্থ।

বিরোধীদলের কাজ আন্দোলন, হরতাল, জ্বালাও-পোড়াও ও আতংক সৃষ্টি করা নয়, সরকার ও জনগন সাথে থেকে সকল ক্ষেত্রে সহোযোগীতা করা। প্রয়োজনে জনগণকে যথাযথ কারন দেখিয়ে জনগনকে সাথে নিয়ে আন্দোলন করে সরকারের কাছ হতে জনকল্যান মুলক কাজগুলো বাস্তবায়ন করিয়ে নেয়া। কোন ব্যাক্তি ইস্যু ও সমস্যার সমাধানের আন্দোলনে নয়। কিন্তু জ্বালাও-পোড়াও, হরতাল, ভাংচুর, আতংক সৃষ্টি করা, সরকারের শুধু বিরোধীতাই করা, সংসদে না যাওয়া অথচ সকল সুবিধা ভোগ করা ইত্যাদি অ-নৈতিক কাজই যেন আমাদের দেশের বিরোধী দলগুলোর প্রধান কাজ। উপরোক্ত আলোচানার সারমর্ম হতে এটা ষ্পষ্ট যে, আসলে ইতিহাস হতে কেউই শিক্ষা নেয়না।

নেয়নাই। যে যার মত করে চলছে। আর মাঝখান হতে আমরা সাধারন জনগণ শুধু ভোগান্তির শিকার হচ্ছি। আমরা এ হতে স্থায়ী পরিত্রান চাই। ক্ষমতায় যাওয়ার বা ক্ষমতা ধরে রাখার রাজনীতি আর দেখতে চাইনা।

সরকার ও বিরোধীদলকে বলব, "প্লিজ বন্ধ করুন এসব ভন্ডামী, আমাদের স্বাভাবিক ভাবে বাঁচতে দিন, আমরা প্রকৃত নাগরিক অধিকার নিয়ে বাঁচতে চাই। "  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.