সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লেবুখালি ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ট্রলারটি ভেসে উঠলেও শিশু ও নারীসহ অন্তত সাতজন নিখোঁজ হয়েছেন।
তবে, পুলিশ এখনো নিখোঁজদের বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
প্রত্যক্ষদর্শী আবদুর রশিদ হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘাটের দুধলমৌ প্রান্ত থেকে লেবুখালী প্রান্তে নোঙর করার সময় একটি ফেরির সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়।
এতে শিশু ও মহিলাসহ অন্তত ৩০ জন যাত্রী এবং ছয়টি মোটরসাইকেল ছিল।
আরেক প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক মজিবুর রহমান জানান, ১৮/২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে পারলেও নারী ও শিশুসহ অন্তত সাতজন নিখোঁজ রয়েছেন।
দুমকী থানার ওসি জি এম শাহ নেওয়াজ বলেন, এখনো নিখোঁজের কোনো সত্যতা পাওয়া যায়নি। বিষয়টির খোঁজ নেওয়া হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।