শুক্রবার ভোররাতে শহরের পুরান বাজার সংলগ্ন নদীতে এ অভিযান চালানো হয়।
এ সময় ট্রলারটি জব্দ এবং ট্রলার থেকে চারজনকে আটক করা হয়।
আটকরা হলেন আরিফুর রহমান আসলাম, মো. সোলায়মান, মেহেদী হাসান ও আব্দুর রহমান। এদের সবার বাড়ি গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকায়।
পটুয়াখালী উপকূলীয় বন বিভাগীয় কর্মকর্তা মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগেই তারা কাঠবোঝাই ট্রলারটির খবর পান। পরে পুলিশকে খবর দেয়া হয়।
সদর থানার উপ-পরিদর্শক মো. মমিন উদ্দিন জানান, চোরাই কাঠবোঝাই ট্রলারটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।