আমাদের কথা খুঁজে নিন

   

পটুয়াখালীতে সেতু ধ্বসে নিহত ১, আহত ২০

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের হাজীপুর ফেরীঘাটে সোনাতলা নদীর উপর নির্মানাধীন শেখ জামাল সেতুর গার্ডার ধ্বসে পড়ে বিআরটিসি বাসের এক যাত্রী ফারুক হোসেনের (৪৫) মৃত্যু ও ২০ যাত্রী আহত হয়েছে। আজ শনিবার সকালে এ দুঘর্টনা ঘটে। গুরুতর আহত দু'জনকে কলাপাড়া হাসপাতাল থেকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে। বিআরটিসির বাসটি কুয়াকাটা থেকে খুলনা যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শী ও কলাপাড়া থানা পুলিশ জানায়, কুয়াকাটা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসির বাসটি সকাল সোয়া ৮টায় হাজীপুর সোনাতলা নদী পার হওয়ার জন্য পুরান মহিপুর অংশের ঘাটে অবস্থান করছিল।

এসময়ে নির্মানাধীন ব্রীজের গার্ডারের একটি অংশ বাসের ওপর পড়ে পিছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়। গুরুতর অবস্থায় ৩ জনকে কলাপাড়া হাসপাতালে পাঠানোর পথে ফারুক নামে এক যাত্রীর মৃত্যু হয়।

নিহতের বাড়ি কুয়াকাটার লতাচাপলি এলাকায়। অপর গুরুতর জগদিস ঘোষ(৫৫) আকলিমা বেগম (২৫)কে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.