পটুয়াখালী মহাসড়কে মাদারীপুরগামী কলেজ শিক্ষার্থীদের পিকনিকের একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে কলাপাড়া উপজেলার রজোপাড়া নামক স্থানে বনভোজনের শিক্ষার্থীবাহী বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে খাদে পড়ে যায়।
মাদারীপুরের একটি কলেজের শিক্ষার্থীদের নিয়ে কুয়াকাটায় আসা ওই বাসটিতে ৪০-৪৫জন যাত্রী ছিল বলে জানা গেছে। এর মধ্যে কমবেশি সবাই আহত হয়েছে। দূর্ঘটনা কবলিত বাসটি বহনকারী শিক্ষার্থীদের কলেজের নাম জানাতে পারেননি কলাপাড়া থানার ওসি তারিকুজ্জামান তারিক।
আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।