আমাদের কথা খুঁজে নিন

   

কে দিবে প্রেম ?

মনের মাঝে অনেক কথা ; জমাট বাঁধা আমায় কুঁড়ে কুঁড়ে খায়; আমি কবিতা লিখি না, হায় ! টুকরো টুকরো বরফ কুচি - গলে গলে কবিতা হয় ।। এক দিন তোমরাও গলবে ভালবাসাতে , , ভাল বাসতে , , সে কথা বলে যায় ।। কে দিবে প্রেম তোমায় ? এই আমি ছাড়া ! প্রেম থাকে সদা জাগ্রত দিবস রজনী হয় অস্তগত। ফুলে ভ্রুমরে হয় না প্রেম পাখি-বৃক্ষে জলে-মেঘে তাও না্‌, প্রেম হয় আকাশে আকাশে মেঘে মেঘে সাগরে নদীতে পাখিতে পাখিতে তোমা’তে আমা’তে । কার বুকে এত সাহস ! জ্বলন্ত আগ্নেওগিরি পুষে রাখে, বিষদে প্রেম নেই বিরহে প্রেম নেই প্রেম নেই ম্যানি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ মেটালিক চাহিদায় , প্রেম নেই সমাযোতা, দেহ লীলায় বিছানায় বিছানায়। প্রেম থাকে অভিমানে ঘৃনায় আশির্বাদে ভালবাসায় ভালবাসায় ভালবাসার জীর্ন কুঠিরে, প্রেম থাকে রাগে ক্ষোবে বিক্ষোবে ধ্বংসে, এই আমি , আরো এক বার তোমার ঠোঁট চুমে বলতে পারি এই নশ্বর পৃথিবীর সব জ্বলে পুড়ে ছাই হোক // ~~~// সাজ্জাদ ফরাজী \\~~~

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.