জ্যোতির্বিজ্ঞানীরা এই প্রথম সৌরজগতের বাইরেও একটি নীল গ্রহের সন্ধান পেয়েছেন। সংবাদমাধ্যম ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নীল গ্রহটি পৃথিবী থেকে প্রায় ৬৩ আলোকবর্ষ দূরে।
হাবল টেলিস্কোপে আবিষ্কৃত নীল গ্রহটির নাম এইচডি ১৮৯৭৩৩বি। গ্রহটি পৃথিবী থেকে প্রায় ৬৩ আলোকবর্ষ দূরে অবস্থিত।
এ প্রসঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এক্সেটারের গবেষক ফ্রেডরিক পন্ট জানান, এবারই সত্যিকার অর্থে কোনো গ্রহের রং বের করা সম্ভব হয়েছে।
এর আগে কখনও আমাদের সৌরজগতের বাইরের কোনো গ্রহের ক্ষেত্রে এমন সাফল্য অর্জিত হয়নি।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহের অস্পষ্ট যৌগিক পদার্থের বিক্ষিপ্ত নীল রং বায়ুমণ্ডলে আলোড়ন সৃষ্টি করে। ফলে গ্রহটিকে নীল রংয়ের দেখায়। নতুন আবিষ্কৃত গ্রহটির রং নির্ণয় করতে গবেষকদলটি ওই গ্রহপৃষ্ঠে যে নক্ষত্রের আলো প্রতিফলিত হয়, তা পরিমাপ করেছিলেন।
গ্রহ পর্যবেক্ষণ বিষয়ে পন্ট বলেছেন, “পরোক্ষভাবে গ্রহ পর্যবেক্ষণের জন্য মানুষ নতুন প্রক্রিয়া বের করছে।
এ জন্যই আমি নিশ্চিত যে, এ প্রযুক্তিটি আরও উন্নত হবে। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।