আমাদের কথা খুঁজে নিন

   

সৌরজগতের প্রান্তে পৌঁছেছে ভয়েজার-১



পৃথিবী থেকে যাত্রা শুরু করে যতটা পথ পাড়ি দিয়েছে নভোযান ভয়েজার-১, মানুষের তৈরি আর কোনো যান এত দূরত্ব পেরোতে পারেনি। বর্তমানে এটি ১৭.৪ বিলিয়ন কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সৌরমণ্ডলের কিনারে অবস্থান করছে। কয়েক বছরের মধ্যেই সৌরজগত অতিক্রম করে অসীমের পথে যাত্রা শুরু করবে এই নভোযানটি। ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর ভয়েজার-১ যাত্রা শুরু করে। এরপর ওই বছরেরই ২০ আগস্ট রওনা হয় ভয়েজার-২।

ভয়েজার-১ এর প্রাথমিক লক্ষ্য ছিল বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন গ্রহগুলোর বাইরের দিকটি পর্যবেক্ষণ করা। ১৯৮৯ সালেই সে কাজ শেষ করেন গবেষকরা। তারপর তারা নভোযানটিকে মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের দিকে পাঠিয়ে দেন। এর রেডিওঅ্যাকটিভ পাওয়ার এবং পর্যবেক্ষণ যন্ত্রপাতি ঠিকমতই কাজ করেছে এবং পৃথিবীতে ডেটা পাঠিয়েছে। দীর্ঘ ৩৩ বছর পর বর্তমানে এটি সৌরজগতের কিনারে অবস্থান করছে।

ভয়েজারের চারপাশে থাকা বিভিন্ন বস্তুর প্রবাহে এক ধরনের পরিবর্তন শনাক্ত করতে পেরেছেন গবেষকরা। ভয়েজারের পাশে থাকা এই বস্তুগুলো সূর্য থেকে প্রবাহিত হওয়া। গবেষকরা দেখেছেন, এ বস্তুগুলো উপরের দিকে না উঠে এখন পাশে সরে যাচ্ছে। গবেষকরা জানিয়েছেন, সূর্যের দিক থেকে ধাবিত হওয়া এসব বস্তুর পাশে সরে যাওয়ার অর্থ হচ্ছে ভয়েজার এখন আন্তর্নাক্ষত্রিক লাফ দেয়ার জন্য তৈরি হচ্ছে। আন্তর্নাক্ষত্রিক লাফ দেয়ার অর্থ হলো বিভিন্ন নক্ষত্রের মধ্যকার শূন্যস্থানের মধ্য দিয়ে পথ পাড়ি দেয়া।

গবেষকরা জানিয়েছেন, ভয়েজার সৌরমণ্ডল পেরিয়ে কতদূর যাবে এবং সৌরমণ্ডল পেরোতে কতদিন লাগবে সেটি তারা জানেন না। তবে সর্বোচ্চ ৫ বছর লাগতে পারে। এরপরই আসবে সেই মাহেন্দ্রক্ষণ। যার অর্থ মানুষের পাঠানো কোনো নভোযান সৌরমণ্ডল পেরিয়ে যেতে সক্ষম হবে। আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের (এজিইউ) সভায় এ তথ্য জানিয়েছেন ভয়েজার প্রকল্পের প্রধান ড. এডওয়ার্ড স্টোন।

ভয়েজার কম শক্তির চার্জিত কণার যন্ত্রপাতি ব্যবহার করে। এটি সৌর ঝড়ের গতি মাপতে পারে। দীর্ঘ দূরত্ব অতিক্রম করে ভয়েজারের পাঠানো রেডিওঅ্যাকটিভ সঙ্কেত পৃথিবীতে পৌঁছতে ১৬ ঘণ্টা সময় লাগে। গবেষকদের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ৩৩ বছরের যাত্রাপথে ভয়েজার আবারও নতুন তথ্য জানাতে সক্ষম হয়েছে। এটি এখন প্রতি সেকেন্ডে ১৭ কিলোমিটার গতিতে হেলিওপোজের মধ্য দিয়ে ছুটে চলেছে।

কয়েক বছরের মধ্যেই সৌরজগত অতিক্রম করে মহাশূন্যের পথে আরও এগিয়ে যাবে এই নভোযান। বিবিসি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.