আমাদের কথা খুঁজে নিন

   

সৌরজগতের বাইরে পৃথিবী সদৃশ গ্রহ আবিষ্কার

সম্পর্ক সৌরজগতের বাইরে পৃথিবী সদৃশ গ্রহ অনুসদ্ধান করতে গিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা সবচেয়ে ছোট পৃথিবী সদৃশ এক গ্রহ আবিষ্কার করেছেন। সৌরজগতের বাইরে এই পর্যন্ত যত গ্রহ আবিষ্কৃত হয়েছে, এ গ্রহটি তাদের মধ্যে সবচেয়ে ছোট। পৃথিবীর আকৃতির দ্বিগুণের চেয়ে কিছু ছোট গ্রহটি আমাদের থেকে প্রায় ২০.৫ আলোক বর্ষ দূরে অবস্থিত। গ্লিয়েসি নামে এক তারার চারপাশে প্রদক্ষিণরত এই গ্রহটির নাম গ্লিয়েসি ৫৮১ই। পৃথিবীর চেয়ে প্রায় দ্বিগুণ বড় হলেও বৃহস্পতি বা শনির মত এটি গ্যাসীয় নয়, পৃথিবীর মত শিলাময়। তবে পৃথিবীর মত প্রাণ উপযোগী এলাকায় অবস্থিত। তাই এটিতে পৃথিবীর মতো জীবনোপযোগী পানি থাকার সম্ভাবনা রয়েছে বলে বিজ্ঞানীরা মনে করেন। চিলির রাজধানী সান্তিয়াগোর ৩৭০ মাইল উত্তরে লা সিলায় অবস্থিত প্যারানাল মান মন্দিরের ৩.৬ মিটার ব্যাসের দূরবীণ দিয়ে আন্তর্জাতিক এক দল জ্যোতির্বিজ্ঞানীরা সৌরজগতের বাইরে সবচেয়ে ছোট গ্রহটি আবিষ্কার করেন। এই পর্যন্ত সৌরজগতের বাইরে বিভিন্ন তারাকে প্রদক্ষিণরত ৩৪০টি পৃথিবী সদৃশ গ্রহ আবিষ্কৃত হয়েছে যাদের বেশির ভাগই বৃহস্পতি বা শনি গ্রহের মতো গ্যাসীয় পদার্থে তৈরি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.