আমরা জানি আমাদের সৌরজগতে ৯টি গ্রহ আর তাদের প্রায় ১৩৯টি উপগ্রহ ।
গ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে আর উপগ্রহগুলি তার নিজ নিজ গ্রহকে কেন্দ্র করে ঘুরছে । যাকে আমরা বলছি বার্ষিক গতি । আবার প্রত্যেকটি গ্রহ-উপগ্রহই তার নিজ অক্ষের উপর ঘুরছে । যাকে বলা হচ্ছে আহ্নিক গতি ।
এই ঘূর্ননটি সাধারণতঃ প্রায় সব গ্রহের বেলায় পশ্চিম থেকে পূর্ব দিকে । যার ফলে ঐ সব গ্রহে (পৃথিবীসহ) সূর্য সবসময় পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। তবে জোতির্বিদরা বলছনে ব্যতিক্রম শুধু তিনটি গ্রহের বেলায় : ভেনাস, ইউরেনাস এবং প্লুটো ।
এই তিনটি গ্রহের নিজ অক্ষের উপর ঘূর্নন পূর্ব থেকে পশ্চিম দিকে। অর্থ্যাৎ এই তিন গ্রহে সূর্য পশ্চিম দিকে উঠে এবং পূর্ব দিকে অস্ত যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।