আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার শিকড়ের সন্ধানে "গুরু চরণে সপিলাম" শ্লোগান নিয়ে আমাদের একটি ছোট্ট প্রয়াস। ভক্তদের উপস্থিতি কামনা করছি

জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমারা বহু নামে ধরাধামে কত রকমে ডাকি কেহ তোমায় বলে ভগবান আবার গড বলে কেউ করে আহবান কেউ খোদা কেউ যিহুদা আবার কেউ কয় পাপিয়ান গাইলাম জনম ভরে মুখস্থ গান মুখ বোলা টিয়া পাখি জানিতে চায় দয়াল তোমার আসল নামটা কি সর্ব শাস্ত্রে শুনিতে যে পায় তোমার নাকি পিতামাতা নায় তবে তোমার নামকরণ কে করলো সাঁই বসে ভাবি তাই তুমি নামি কি অনামি হে সাঁই আমরা তার বুঝি বাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আবার কেহ পিতা কেহ পুত্র কয় ওরে বন্ধু বলে কেউ দেই পরিচয় তুমি সকলেরই সকল আবার কারো কিছু নয় তোমার যে আসল পরিচয় কে জানে তাকি নাকি ! জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি পাগল বিজয় বলে মনের কথা কই আমি খাঁটি ভাবের পাগল নয় আমার গোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল হয় আবার বুকে যা নায় মুখে তাই কয় কাটা কান চুলে ঢাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি গানঃ দয়াল তোমার আসল কি ডাউনলোড করুন Click This Link সাথে এধরনের আরও অনেক বাউল গানের লিঙ্ক একসাথে পেতে জয়েন করুন "গুরু" নামক পেইজটিতে। বাংলার শিকড়ের সন্ধানে "গুরু চরণে সপিলাম" শ্লোগান নিয়ে আমাদের একটি ছোট্ট প্রয়াস। ভক্তদের উপস্থিতি কামনা করছি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.