.....জীবনের প্রতিটি ক্ষনে ভাল থেকো বন্ধু নিওনা কিছু পেয়েও মনে..... অনেক দিন পর আসলাম আপনাদের মাঝে, চলে যাবার সময় ভাবলাম এভাবে চলে গেলে ব্লগের পাঠকরা কি ভাববে। কিছু তো দিয়ে যেতে। তাই কিছু ছবি শেয়ার করলাম কমন পড়লে দায় আপনার। কারন ''বস ওলঅয়েজ রাইট''।
নানা-নানি , দাদা -দাদি ওনাদের প্রেম, ভালবাসা দেখে ভবিষ্যৎ এর জন্য আপসোস লাগতাছে।
বিয়ের শুভ দিন কেমন যাবে....
বিয়ে না করতে পারলে কেউ আবার এমন করবেন না দয়া করে।
বিয়ে করার আগে কোন মেয়েকে টিজ করবেন না। নইলে,,,,,,,
এবার আসুন অন্য দিকে যাই.... আমাদের দেশের মডেল রা দিন দিন আরো ডিজিটাল হইতাছে । এই ছবি খান আপনাদের কি মনে হয়।
এইবার মজা লন .....
সবার সুখ শান্তি কামনায়....
দয়া করে পজেটিব চিন্তা করবেন,
ভাল বা খারাপ লাগলে ও জানাবেন।
যদি বিনদন পেয়ে থাকেন ওটা আবার কম কিসে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।