আমাদের কথা খুঁজে নিন

   

মানবতা বোধ জাগ্রত হোক ।

নতুন কিছু না পুরানো বিষয় ই নতুন করে জানতে চাওয়া .। .। .। ঢাকা ইউনিভার্সিটি র শিক্ষিকা রুমানা মঞ্জুর ম্যাম এর উপর এমন অমানুষিক নির্যাতনের খবর পুরা দেশ এর মানুষ ই জানে , এবং অপরাধী ও অকপটে স্বীকার করে নিয়েছে সব , তাহলে বিচার এর কাজ এবং শাস্তি কেন থেমে আছে ???? কেন র কোন মানুস যাতে এ ধরনের কাজ করতে ভয় পায় তেমন কোন শাস্তি দেওয়া হচ্ছে না ? এ দেশে সব ই সম্ভব জেলখানায় জামাই আদর করা হয় এমন খবর ও শুনা যায় । অনেক মেধাবী কে হারিয়েও আমরা বলতে পারি অকাল মৃত্যু বলে কিছু নেই।

দেশের মানুষ যাতে সঠিক সত্য থেকে বিচ্ছিন্ন থাকে তাই পাস করা হয়েছে তথ্য সম্প্রচার আইন ২০১১ এর মত হাস্যকর আইন কিন্তু আমরা চুপ করে তাও মেনে নিচ্ছি আমাদের বিরোধী দল ও চুপ কারণ এই আইনে তাদের ও সমান লাভ । নেতাদের বলা হচ্ছে জাতীয় আদর্শ ??? তাহলে বলতে হয় ছোট বেলায় মায়ের মুখে শুনে শেখা কবিতা আদর্শ ছেলে কবিতায় আদর্শের যে বর্ণনা শুনেছি তা ভুল । । আদর্শ তাদের ই বলা হয় যারা ক্ষমতা লোভী , যারা দিনের পর দিন নিত্য পন্যের দাম বাড়িয়ে অপরাধ বাড়িয়ে দিচ্ছেন , যারা রাস্তায় অকালে প্রাণ হারানো ৪৫জন বাচ্চার মৃত্যুকেও অকাল মৃত্যু বলতে নারাজ , যারা দেশের অসামান্য মেধাবী ২জন মানুষ এর বৃষ্টি ভেজা লাশ দেখেও বলেন আমি একজন সৎ মানুষ পদ ত্যাগ এর প্রশ্নই উঠে না । মা কেন আমাকে ভুল শেখালে ??? কেন বলেছিলে মানবতা বোধ কে জাগাতে হবে তাকে লালন করতে হবে দেশ কে ভালবাসতে হবে??? আমি তা ই করেছি মা , কিন্তু আমি যে খুব ক্ষুদ্র একজন আমি যে পারছিনা একা সব অন্যায় কে রুখে দিতে।

শুধু অসহায় এর মত মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যাচ্ছি অবিরত "" মানবতা বোধ জাগ্রত হোক ""। আমরা র পারি না সহ্যের সীমা পার হয়ে গেছে.। .। .। .।

.। .। .। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।