আমি আমার আনন্দে লিখি!!! মাথায় কাফন বেধে যুদ্ধের জন্য প্রস্তুত হয় তারা। মধ্যরাতের পর, যখন রাতের শেষ আলোটিও নিভে যাবে তখন তারা গেরিলা আক্রমন চালাবে বলে ঠিক করে। সারাদিন অস্ত্র হাতে নিরীক্ষনের ফলাফল হাতে নাতে পাওয়া যাবে তখন। পারস্পারিক ইশারা ইঙ্গিতে আগাতে থাকে তারা, শত্রুর প্রতি বুক ভর্তি ঘৃনা, আর জিঘাংসা নিয়ে। তাদের এক হাতে প্রান, এক হাতে অস্ত্র, তারা আর পরোয়া করেনা কোন কিছুর, দিনের পর দিন তারা সহ্য করেছে, আর নয়। রক্তের দাম অনেক! ধীরে সুস্থে প্ল্যান মাফিক তারা নিজেদের প্রস্তুত করেছে, অস্ত্র হাতে মকশো করেছে অনেকবার, অভ্যাসে অস্ত্র হয়েছে তাদের হাত, শত্রুর মৃত শরীরের পোড়া গন্ধই পারে কেবল তাদের তৃপ্তি দিতে, এতটাই ক্ষিপ্ত তারা।মুর্হুমুর্হু আক্রমন চালায় তারা, শত্রু হত্যায় করে পাশবিক চিতকার, ঠিক আনন্দোল্লাস নয়, প্রতিশোধের আবেশে বের হয়ে আসা হুঙ্কার বলা যায় একে… অতঃপর, আক্রমন শেষে একে অন্যের দিকে তাকায়, প্রশ্নবোধক দৃস্টি নিয়ে, কটা শত্রু নিকেশ করলে? জানিনা, মৃতদেহ গুনতে গুনতে আমি ক্লান্ত-উত্তর আসে। বুকে সাহস রাখো, এই লড়াই শেষ হবার নয়, যেতে হবে বহুদূর, বলে প্রথম প্রশ্নকর্তা হাত বাড়ায় তার অস্ত্রের দিকে, লাল রঙের চাইনীজ মশা মারার র্যাকেটের দিকে…এ লড়াই শেষ হবার নয়…
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।