আমি তোমাদের গান গাই আমরা কি চিরকাল সহিংসতায় ভেসে যাব অতলে, আমাদের কি এ থেকে মুক্তি নাই , আমরা কি কখনই একে অপরের হতে পারবনা | আমরা কি চিরকাল মুক্তির গান গেয়ে যাব,শুধু কি তাই হবে আমাদের বেচে থাকার লড়াই | ভাষার লড়াই , স্বাধীনতার লড়াই , দারিদ্র বিমূচনের লড়াই ,স্বৈরাচার বিরোধি লড়াই , রাজাকার মুক্ত লড়াই আর সবসময়ের লড়াই ,ক্ষমতার লড়াই | এত লড়াই আর কোন রাষ্ট্র সয্য করে কিনা জানা নাই | যদিও করে , তা হয়ত আজ ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে | আর আমাদের প্রতিনীয়ত ইতিহাস পাল্টাতে হয় নতুন নতুন ঘটনাবলীর জায়গা দেবার তরে |রাতে প্রায় বেশ কিছু টিভি চ্যানেলের আকর্ষিক অনুষ্টান " টক শো " দেশের বুদ্ধিজীবিদের মহড়া | অনুষ্ঠান গোলা নির্ধিদায় ভাল অথচ আমরা ইহার কদর করিনা উনাদের কথা আমলে নিতে চাইনা,কিছু ভালো অংশ যদি উনাদের মাজ থেকে আমরা আমলে নেই অন্তত দেশ ১০০% ভাল না হলেও খারাপ হবেনা | আসলে আমরা কল্পনার জগত্টাই সুন্দর ভাবে সাজাই , বাস্তবের জগতটাকে সাজাতে পারিনা |
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।