আমাদের দেশে যার যে কথা বলার দরকার সে কথা কোন দিন কোন কালে কেও বলেছে বলে আমার জ্ঞান স্বল্পতায় জানা নাই, সেটি ব্যক্তি পর্যায়েই হউক আর রাষ্ট্রীয় পর্যায়েই হউক। আমরা জাতিগত ভাইবেই নিজের দায়িত্বের বাইরে অন্যের বিষয়নিয়েই নাক গলাতে বা কথা বলতে বেশী পচ্ছন্দ করি।
তেমনি আমাদের স্ব-রাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রের আইন শৃংখলা নিয়ে কথা বলার কথা হলেও উনি প্রায়শই কথা বলে থাকেন অন্য বিষয় নিয়ে। ২দিন আগেই বললেন দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আছে। তো আসুন দেখি ক্রয় ক্ষমতার মধ্যে কি না।
যেহেতু আমি গার্মেন্টস ট্রেডে জব করি তাই এদের নিয়েই লিখিঃ
বাংলাদেশে প্রায় সাড়ে ৩মিলিয়ন লোক প্রত্যক্ষ ভাবে গার্মেন্টস শিল্পের সঙ্গে জড়িত বা বাংলা কথা শ্রমিক যাদের বেতন সর্বসাকুল্যে ৩/৫হাজার টাকার মধ্যে (অতিরিক্ত কার্য্য ঘন্টা সহ/ নূন্যতম মুজুরী ৩ হাজার আর অতিরিক্ত ঘন্টার জন্য যা আসে)।
বাজারে মোটা চাউলের কেজি ৩৬ টাকার উপরে। একজন মানুষের গড়ে মাসে ১৫কেজি চাউলের প্রয়োজন। গার্মেন্টস শ্রমিকেরা শুধু ভাতই খেতে পারে তাদের আয়ে তাই চাউল বেশী দরকার।
১৫ কেজি চাউল @ ৩৬টাকা = ৫৪০টাকা
ডাউল ১/২ কেজি @ ১০০টাকা = ৫০টাকা
তেল ১লিটার @ ১২৫টাকা = ১২৫টাকা
আলু ২কেজি @ ১৫টাকা =৩০টাকা
কাচা বাচার বাবদ = ৫০০টাকা
অন্যান্য সর্ব নিম্ন =৫০০টাকা
যাতায়াত = ৪৫০টাকা
পোষাক আষাক বাবদ =৩৩০টাকা (বছরে নূন্যতম তার দরকার ২ জোড়া স্যান্ডেল ২@৪০০ = ৮০০টাকা, মেয়েদের ৪টি থ্রী পিস ৪@৬০০= ২৬০০টাকা, তেল, সাবান, অন্যান্য ৫০০টাকা, পরিষ্কার পরিচ্ছন্ন ২@১৫ = ৬০ লন্ডী সাবান/১@২০=২০ গায়ে মাখা সাবান)
ঘড় ভাড়া একজন ১০০০টাকা
বাড়ীর সঙ্গে যাতায়াত ও যোগাযোগ = ২৫০টাকা (দুই ঈদ এ বাড়ীতে যাতায়ত ২৪০০, ও প্রতি মাসে মোবাইল ৫০টাকা @১২ = ৬০০টাকা)
ডাক্টর ওষুধ = ১৫০টাকা (সর্ব নিম্ন)
সর্বমোট ৩,৬৭৫টাকা
একজন মানুষের সর্ব নিম্ন খরচ দাঁড়াল ৩,৬৭৫টাকা অন্যদিকে তার সর্ব নিম্ন আয় ৩ হাজার টাকা আর সর্বোচ্চ আয় ৫হাজার টাকা যার গড় ৪০০০টাকা, অন্যদিকে নূণ্যতম খরচ ৩,৬৭৫টাকা এবং তার হাতে থাকবে ৩২৫টাকা প্রতিমাসে (গড়ে) যদি তার উপর কোনরূপ দয়িত্ব না থাকে।
কিন্তু বাংলাদেশে এমন কোন কামলা কি আছে যার উপর কোন দায়িত্ব নাই? আর সেই দায়িত্ব বাবদ যদি ৫০০টাকাও ব্যয় করতে হয় তা হলেও কি বর্তমা বাজারে তার পক্ষে টিকে থাকা সম্ভব???
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলেও আমাদের রাজনৈতিক ব্যক্তিদ্বয় মাইকে/টিভির পর্দায় দাম্ভিকের সহিত বলছে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।