আমাদের কথা খুঁজে নিন

   

দ্রব্য মূল্য এত বেশী কেন?

স্বাধীন দেশ হিসেবে চির দিন আমার দেশ বাংলাদেশ চির অম্লান থাকুক আর আমি আমার এই বাংলেদেশে স্বাধীন হিসেবে মরেত। ইদানিং লাগাম হীন ভাবে দ্রব্য মূল্য বৃদ্বিৃ পাচ্ছে। এর কারন গুলো খুজে পাচ্ছিনা। জানতে পাচ্ছিনা। মন্ত্রীরা বলেন দাম কমবে।

দাম কমার কথা বললে আরও বারে। তাই তাদের কথার উপর কোন আস্থা নেই। বর্তমান সরকার ক্ষমতা আসার আগে বলেছিল ১০টা কেজিতে চাল, বিনা মূল্যে সার সহ সব কিছুর দর সহনীয় পর্যায়ে রাখবে। কিন্তু কোথায় সে কথা। সব কিছুর দাম লাগামহীন ভাবে বেড়ে চলছে বাঁধ ভাঙ্গা জোয়ারের মত।

সিমীত আয়-এর মানুষ গুলোর খুব কষ্ট হচ্ছে। আমি সম্মানিত ব্লগারদের অল্প কয়েকটি দ্রব্যের মূল্য এই সরকারের ক্ষমত আসার পূর্বের এবং বর্তমান বাজার দর সম্পর্কে আলোচনা করলে পাঠক সহজে ব্যপারটি বুঝতে পারবেন। নিম্মে বিবরণ দেয় গেলঃ- পূর্বের মূল্য বর্তমান মূল্য চাল (কেজি) মিনিক্যাট ২৮/ ৩০টাকা ৪৮/৫২টাকা তেজ পাতা (কেজি) ৮টাকা ১০০টাকা কাঁচা মরিচ (কেজি) ৩০/৪০টাকা ৩০০টাকা সয়াবিন তৈল ৪০/৪৫ টাকা ১১০টাকা মশারী ডাল(কেজি) ৪৮টাকা ১১০টাকা ইউরিয় সার (সাদা সার)(কেজি) ১২টাকা ২২টাকা ইত্যাদি, ইত্যাদি। বলতে গেলে সকর খাদ্য কোনটি দু'গুন, কোনটি তিন গুন, কোনটি ৪গুন, কোনটি ৫গুন। পোষাকের ক্ষেত্রেঃ পূর্বের মূল্য বর্তমান মূল্য নরমাল থ্রীপিস ২৫০/৩০০টাকা ৬৫০/৭০০টাকা নরমাল থ্রীপিস তৈরী করতে ২০০/২৫০টাকা ৭৫০টাকা নরমাল ছাপা শাড়ী ২৫০/৩০০টাকা ৬৫০/৭৫০টাকা ইত্যাদি, ইত্যাদি স্বর্ণের ক্ষেত্রে পূর্বের মূল্য বর্তমান মূল্য প্রতি ভরি ১২০০০/- ৫৪০০০০/- রূপা প্রতি ভরি ১০০/- ৫০০/- ইত্যাদি, ইত্যাদি..............................................................।

দ্রব্য মূল্যের কষাঘাত থেকে আমাদের মত সাধারন আয়ের মানুষকে বাঁচান। তা না হলে আমরা মরে যাবো------------------------------। : ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.