যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি
টিভির খবরের শুরুতেই দুই নেত্রীর নির্বাচনী সভার খবর। তেমন একটা মনযোগ দিয়ে শুনতে হয় না। কারন ওরা হাজারে বিজারে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। একটু লক্ষ্য করলে দেখা যাবে প্রতিশ্রুতিগুলো আসলে একটা সরকারের দৈননন্দিন কাজের মধ্যেই পড়ে। দুই একটা দিক ভবিষ্যৎ নির্দেশনা ছাড়া সবগুলোই একঘেয়ে।
এই রকমের একটা সভায় আমাদের সাবেক প্রধানমন্ত্রী - যিনি দিই বার দেশের প্রধানমন্ত্রী হিসাবে ইতিহাস সৃস্টি করেছেন বটে - বত্তৃতা দিচ্ছিলেন। প্রতিশ্রুতির ফুলঝুড়ির মাঝে হঠাৎ বললেন -
"নির্বাচিত হলে দ্রব্যমূল্যের দাম কমানো হবে"
বেচারা, খালেদা জিয়া, ম্যারাথন জনসভা করতে করতে যখনে এই সভাটা করছিলেন তখন রাত তিনটা বাজে।
নিশ্চয় তখন উনি ক্লান্ত ছিলেন - নয়তো ঘুমে কাতর হয়ে পড়েছিলেন। না হলে - একজন সাবেক প্রধানমন্ত্রী জনসভায় দাড়িয়ে বলে - দ্রব্যমূল্যের দাম কমানো হবে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।