আমাদের কথা খুঁজে নিন

   

সমসাময়িক কান্না।

অন্ধকার, চারদিকে অন্ধকারের আলো। নির্বাক হাসি কান্না হয়ে হাহাকার তোলে, বিচারের নামে অবিচার যত, বাসতে শেখায় ভালো। ছলনা যত ভালোবাসার লেবাসে,ফিরে ফিরে আসে। স্ব্প্নগুলো ফিকে হয়ে যায়, কান্নার উচ্ছ্বাসে। মিথ্যা আলোর আভায় পৃথিবীর চোখে অন্ধকার।

হাহাকার তার প্রতিটি নিঃশ্বাসে। শয়তানের ভন্ডামি আজ মানুষের পাথেয়। শহীদের লাল রক্ত আজ নীল, বড্ড অপাংক্তেয়। স্বাধীনতার হাসি আজ নিস্ক্রিয়, বায়বীয়। অকাল্যানের মন্ত্রে আজ গনতন্ত্র উন্মাদ।

অশান্তির নৃত্যের তালে নাচে বিবেক মুল্যবোধ আজ হাটছে একাকী, নাই তার বিপ্লবের কোন সাধ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।