আমি একজন সাধারন ব্লগার এবং সামুর ভাষায় সেফ/নিরাপদ ব্লগার।.... সমসাময়িক বিষয় নিয়ে লেখা। তাই বিদ্যাশূন্য পথিকের এই লেখাটা সামুর পাঠকদের জন্য পোস্ট দিলাম। কেমন লাগল, জানাবেন। পৃথিবীর দায়িত্ব বিদ্যাশূন্য পথিক আমরা ঠিক হয়ে উঠতে পারিনি তেমন যেমনি দিকে দিকে মানুষ হয়ে উঠছে এখন। স্বার্থের প্রতিটা ইঞ্চি আকড়ে ধরে প্রতিযোগীতার বাজারে ঠাই নিচ্ছে যেমন, আমরা ঠিক হয়ে উঠতে পারিনি তেমন। আমরা ঠিক হয়ে উঠতে পারিনি তেমন যেমনি ধর্ষকেরদল ফেলছে বিষাক্ত নিঃশ্বাস, লুন্ঠন করছে নিস্পাপ ললনাদের ভবিষ্যত, যারা ধিক্কারের পর ধিক্কারেও থাকে নির্বিকার যেমন আমরা ঠিক হয়ে উঠতে পারিনি তেমন। আমরা কতিপয় মানুষ আজ়ও ভাবি পৃথিবীর আকাশ নীল, পাহাড় থেকে বয়ে চলা নদী প্রানোচ্ছল, সমুদ্র সুন্দর, ফুলের রং সুন্দর, এবং হাজারো মনের স্বপ্ন সুন্দর। তাই এখনও পৃথিবী বয়ে চলেছে মানুষ না হয়ে ওঠা মানুষগুলোর ভার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।