আমাদের কথা খুঁজে নিন

   

সমসাময়িক নাটক ও নাটকীয়তা

"অপার্থিব অপূর্নতা শব্দটা আমার বিশেষ প্রিয়। আভিধানিক ভাবে কী অর্থ তা ঠিক জানা না থাকলেও আমি আমার মত একটা ব্যখ্যা বানিয়ে নিয়েছি বৈকি। অপার্থিব অনূভূতির ক্ষেত্রে আমার মন-এ হয় যে, আমরা সব সময় অপূর্নতা বয়ে বেড়াই।

আজকাল টিভির নাটক দেখে মনে হয় বাংলাদেশের সব মানুষ ঢাকাতে থাকে, ঢাকার বাইরে মানুষ থাকে না। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে টিভির নাটকের ৭০ থেকে ৮০ ভাগ নাটক ঢাকা ও ঢাকার মানুষদের কেন্দ্র করে।

দশ বছর বা তার আগের নাটকগুলোর মধ্যে অনেকগুলো ছিল ঢাকার বাইরের শহর বা গ্রাম নিয়ে। কিন্তু বর্তমান সময়ের নাটকে সেই ছাপ বড়ই অস্পস্ট। হাতেগুনা দুই তিনটা নাটকে দেখা গেছে বাইরের শহরের ছাপ। সেই সাথে আরো কষ্টদায়ক কিছু ঘটনা আছে। বেশ কয়েকটি নাটক আমরা বর্তমানে দেখছি যেগুলো গ্রামের পটভুমিতে তৈরি।

কিন্তু সেই নাটকগুলোতে বিকৃত উচ্চারন যেমন দৃষ্টি বা শ্রবনকটু তেমনি নোংরা গ্রামীন রাজনীতির উপস্থাপনা একটি ভূল পরিবেশনা। আমারা এটা সবাই স্বীকার করবো যে আজ থেকে একশত না দেড়শ বছর আগের সমাজ সংস্কৃতি পাঠের ক্ষেত্রে সেই সময়ের সাহিত্য অন্যতম প্রধান মাধ্যম। আমাদের পরের প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।