আমাদের কথা খুঁজে নিন

   

সমসাময়িক

দোয়া চাই

সবাই বলে একটু সমসাময়িক হতে, সরকার বলে ডিজিটাল, প্রথম আলো বলে বদলাতে আর আমি চিন্তা করছি সমসাময়িক থেকে কোনটাকে বেছে নেব। পোশাকের কথা যদি বলেন তাহলে বড় বড় সিল ছাপ্পর ওয়ালা টির্শাট , যে সিল চাপ্পরের ঐতিহ্য কয়েকশ বছর আগের কোন ব্রিটিশ কলকারখানার কিংবা কোন ক্লাবের লোগো , স্টোন ওয়াশ করা জিনসের প্যান্ট রিজেক্ট হয়ে হকার্স মার্কেটে চলে আসছে আর নব কারিস্মার হাওয়াই চপ্পল.....একটু জেল মেখে চুল গুলোকে উৎশৃংখল ভাবে বেড়ে ওঠানো। মুখকে অতি পাতলা করে একটু র্ফাস্ট করে কথা বলা (বাংলা ওয়ের্স্টান) বা আমার বন্ধু সিরাজের মত অংগভঙ্গি করা এই সব। ইদানিং প্রেমকে অনেকে ক্রিকেটের মত বিশ২০, ১দিন বা টেস্ট ভার্সনে নিয়ে আসছেন। ব্যর্থতার ছাপ বুকে পিঠে কোথাও লাগে না, সিরিজ জেতাটাই আসল।

এর মিডিয়া হিসেবে কাজ করছে দেশের মোবাইল অপারেটরগুলো, আবার কেউ এক ধাপ এগিয়ে, কেউ দিন বদলের চেস্টায় ইদানিং ৩০ মিনিটে পাল'স অফার চালু করেছে। এসব অপারেটরের সাথে ব্যাংক গুলো চুক্তি করে এস এম এস ব্যাংকিং চালু করেছে। বিদ্যূৎ বিল আর লাইন ধরে দিতে হয়না। ইন্টারনেট এখন সর্বত্র , শিক্ষিত লোকজন এখন ফেকবুক, টুইটার কিংবা হাই ফাইবের মাধ্যমে সকলের সাথে সামাজিক যোগাযোগ রক্ষা করছে। যারা লেখালিখি করতে চান কিন্তু পত্রিকা তাদের অমূল্যায়ন করেছে, তাদের জন্য আছে ডিজিটাল মাধ্যম http://www.somewhereinblog.net।

এইসবের পরেও কিছু কথা আছে, যেমন এই লেখাটি পোস্ট করা পর্যন্ত বিদ্যূৎ মহাদয়ের বেশ কয়েকবার গমন যোগ ঘটেছে, রাস্তায় বের হলে ১ ঘন্টার পথ ৪ ঘন্টায় চলা এবং দুর্ঘটনার ভয় বা অঙ্গান পার্টির সুনজরে পরা। এ বছর বাজারে মুলার কেজি ৪০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আসলে আমরা কোন দিকে যাচ্ছি???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।