আমাদের কথা খুঁজে নিন

   

সমসাময়িক ভাবনা গুলো!! (কিছুটা ফান!!

You can't buy love on eBay. বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে চাকুরীতে যাবার পর অনেকের হাতে লটপট (ল্যাপটপ) দেখে কত যে স্বাদ হতো একটা কিনি। কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলীর ছেলে, বাসায় নিজের একটা ডেক্সটপ, অফিসে একটা ডেক্সটপ থাকার পরও ল্যাপটপের স্বাদটা বিলাসিতা মনে হলো। দেশের বাইরে আসার পর এটা একান্ত প্রয়োজনীয় মনে হলো। কিন্তু বিভিন্ন কারনে আবারও নিজের পছন্দকে(অ্যাপল) বিসর্জন দিয়ে মাঝারি মানেরটাতেই (এইচপি) আটকে গেলাম। বউয়ের এখন ল্যাপটপ লাগবে, পছন্দ অ্যাপল!! ইনিয়ে বিনিয়ে অনেক বুঝাইছি যে এগুলো ফ্যাশন প্রডাক্ট, এগুলোর চেয়ে অন্যগুলোর পারফরমেন্স অনেক ভাল।

কিন্তু উনার ফ্যাশন নাকি পছন্দ! কি করি বলেন তো!! সব সময় নিজের পছন্দটাকে বিসর্জন দেয়া গেলেও বউয়েরটা তো আর দিতে পারিনা, কি বলেন!! এখন ফতুর হবার যোগার আর কি!!(আরো প্রচন্ড মন খারাপের ইমু হবে!)। এখন ভাবতাছি আমার ল্যাপিটাতে নিচেরটার মতো একটা লাগিয়ে স্বাদ নিব! প্রথমে বিকল্প মিডিয়া, পরে প্রচলিত মিডিয়া আর এখন সারা দেশ জুড়ে সবচেয়ে আলোচিত বিষয় হলো পারসোনার গোপন ক্যামেরা। অতপর বিষয়টি নিয়ে পারসোনা কর্তৃপক্ষ, পুলিশ আর কিছু মিডিয়ার বিভিন্ন কার্য্যকলাপ এ নিয়ে মানুষের সন্ধেহ আরো প্রবল করেছে!! এই পরিবর্তিত পরিস্থিতিতে কাষ্টমার আকৃষ্ট করতে সৌন্দর্য সংক্রান্ত পার্লার গুলোর বিজ্ঞাপনের ভাষা কেমন হবে বা হওয়া উচিত বলে মনে হচ্ছে আপনার!! নিচের ছবি দেখে কি কিছু বুঝা যায়!! আমাদের কোথাও কোন ক্যামেরা নেই!! এভাবেই হয়তো বদলে যাবে শ্লোগান!! সব শেষে নিচের ছবিটা দিয়ে শেষ করি। ছবিটার বক্তব্য কেন যেন মনে গেঁথে গেছে। এখন খালি মনে হয় কাজ শেষ করার আগে মরা যাবেন!! ভালো থাকুন সবসময়।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।