আমাদের কথা খুঁজে নিন

   

সমসাময়িক হাহুতাশ



আজকে পত্রিকায় একটা খবরের দিকে চোখ পড়ল। মনে হয় আপনাদের অনেকেই এই খবরটা খেয়াল করেছেন। নিউইয়র্ক ভিত্তিক অনলাইন সাময়িক 'নিউজ উইক' তাদের চলতি সংখায় বিশ্বের ১০০টি সেরা দেশের একটি তালিকা করেছে যাতে বাংলাদেশ কে স্থান দেওয়া হয়েছে। 'নিউজ উইক' এর জরিপ অনুসারে ১০০ টি দেশের মধ্যে বাংলাদেশ এর অবস্থান ৮৮ তম। কি কি বিষয়ের উপর ভিত্তি করে এই জরিপ হলো এমন একটা চিন্তা মাথায় আসতেই নিউজ উইক এর ওয়েব সাইট খুলে বসা।

১৯৩৩ সাল হতে প্রচারিত প্রাচীন নিউজ উইকের ওয়েব সাইট টি অনেক তথ্যের আধার। কিছুক্ষন খুজে পেয়ে গেলাম কাঙ্খিত সেই জরিপ। জরিপে মুলত পাচটি বিষয়ের উপর ভিত্তি করে সেরা ১০০ টি দেশ নির্বাচন করা হয়েছে। বিষয় গুল হলো - শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার মান, অর্থনৈতিক সমৃদ্ধি এবং রাজনৈতিক পরিস্থিতি। জরিপে ৮৮তম স্থান লাভ করা বাংলাদেশ শিক্ষায় ৯৫তম, স্বাস্থ্যে ৮২তম, জীবনযাত্রার মানে ৮৬তম অর্থনৈতিক সমৃদ্ধিতে ৮৮তম এবং রাজনৈতিক পরিস্থিতির সূচকে ৭৬তম।

এখানে একটি গ্রাফ তৈরি করা হয়েছে যাতে এই সূচক গুলো চিহ্নিত করে দেখান হয়েছে। যে কেউ ঢু মেরে দেখে আসতে পারেন এখানে। View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।