আমাদের কথা খুঁজে নিন

   

সুপারস্টার গ্রুপের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সুপারস্টার গ্রুপের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন আয়োজন করা হয়। সারা দেশের দুই শতাধিক পরিবেশক ও বিক্রয়কর্মী এতে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপারস্টার গ্রুপের চেয়ারম্যান জয়নাল আবেদীন, এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন, ডিসিসিআইয়ের সহসভাপতি নেছার মাকসুদ খান, সুপারস্টার গ্রুপের বিক্রয় বিভাগের প্রধান মো. ওয়াছিউদ্দিন ও ব্যবস্থাপনা বিশেষজ্ঞ কে এম আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম।
সুপারস্টার গ্রুপের বিক্রয় প্রতিনিধি ও পরিবেশকেরা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আশানুরূপ ভূমিকা রাখবেন বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাহী মো. ইব্রাহীম। সুপারস্টার গ্রুপের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.