লেখাপড়া শেষ করেছি ঢাবি থেকে। আজ কাজ করি একটা বেসরকারি ফার্মে । কাজের শেষে নাই কাজ তাই খই ভাজ । ব্লগে খই ভাজি।
জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে বাংলাদেশের মেয়েদের জাতীয় ক্রিকেট দল নিয়ে অনুশীলন করছেন কোচ মততা মাবেন
মততা মাবেন ইন একশন
ভারতীয় প্রমীলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং এশিয়ার সেরা প্রমীলা তারকা মমতা মাবেন।
ভারতের ব্যাংগ্যালুরে জন্ম নেয়া ৩৩ বছরের এই বিশ্ব বিখ্যাত প্রমীলা তারকা এখন বাংলাদেশের কোচ। তিনি দুর্বল বাংলাদেশী মেয়েদের সবল করতে ট্রেনিং করাচ্ছেন গত এক সাপ্তাহ থেকে। টার্গেট আসন্ন প্রমীলা বিশ্বকাপে বাংলাদেশকে মুল বিশ্বকাপে নিয়ে যাওয়া। জানালেন এখানকার মেয়েরা নাকি ব্যাটিংয়ে বিশেসভাবে দুর্বল। তবে তিনি খুব দ্রুত তাদের দুর্বলতা কাটিয়ে তুলবেন বলে জানালেন।
এছাড়া তিনি মেয়েদের খাবারের ব্যাপারে যত্নশীল হতে তাগিদ দিয়েছেন। কারন অনেক মেয়ের শরীর প্রয়োজনের তুলনায় একটু অতিরিক্ত রয়েছে বলে জানানো হয়। এজন্য তারা ফিটনেসের সমস্যায় রয়েছে।
মমতা মাবেন
প্রমীলা ক্রিকেট দল ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।